জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। একই সঙ্গে তার তার নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।
সোমবার দুপুরে শহরের শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে ‘বিপ্লবী মঞ্চ’ নামে সংগঠন।
সংগঠনের আহ্বায়ক আশিকুর রহমানের সভাপতিত্বে সদস্য শফিকুল ইসলাম জসিম, জামাল উদ্দিন, সুমন মোল্লা, আসাদুল্লাহ, আমিমুল এহসান ও রাইয়ান বিন আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মিথ্যা-বানোয়াট মামলায় ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ‘মিথ্য মামলায়’ বিভিন্নভাবে আইনিসহ শারীরিক নির্যাতন করেছে। তাই তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিঃর্শত মুক্তির পাশপাশি পত্রিকাি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি জানানো হয়।



































