নিউজ ডেস্ক:
অবৈধভাবে লিবিয়ায় গিয়ে প্রতারণার শিকার হওয়া ২৭ শ্রমিক দেশে ফিরে এসেছেন। বুধবার সকালে তারা দেশে ফেরেন। র্যাব সদর দফতরের মিডিয়া শাখার উপ-পরিচালক মেজর রইসুল আজম জানান, অবৈধ পথে লিবিয়ায় গিয়ে প্রতারণার শিকার হওয়া এসব শ্রমিকদের পরিবারের সহায়তায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনা হয়।
তিনি আরো জানান, এছাড়া মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।