নিউ ইয়র্কে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুপক্ষই একমত হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৈঠকের ছবি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
একই প্লাটফর্মে ছবি পোস্ট করে বৈঠকের কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও। তিনি টুইট করে লিখেছেন, মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর দৃষ্টি নিবদ্ধ করে আলোচনা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে যান ভারতে। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে টানাপড়েন শুরু হয়। এমন পরিস্থিতির মধ্যেই দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি কোনও বৈঠক অনুষ্ঠিত হলো।



































