গণমাধ্যমের স্বাধীনতা নি‌শ্চিতে আগামী সপ্তাহে ক‌মিশন গঠন: নাহিদ ইসলাম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২০:১২ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪০ বার পড়া হয়েছে

গণমাধ‌্যনের স্বাধীনতা নি‌শ্চিতে আগামী সপ্তা‌হে এক‌টি ক‌মিশন গঠন করা হ‌বে ব‌লে জানিয়ে‌ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা না‌হিদ ইসলাম।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বি‌কে‌লে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবনের সম্মেলনকক্ষে সংবাদপ‌ত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন‌্যান‌্য অংশীজ‌নের সঙ্গে ম‌ত‌বি‌নিময় সভায় একথা জানান উপদেষ্টা।

না‌হিদ ইসলাম ব‌লেন, সংবাদপত্র শি‌ল্পে অনেক সমস‌্যা র‌য়ে‌ছে। অডিট, বিজ্ঞাপন ও বিল প্রদান ডি‌জিটাল করার প্রক্রিয়া চল‌ছে ব‌লেও জানান তি‌নি।

এসময় গণহত্যায় জড়িত পত্রিকা বা সাংবাদিকদের বিচার করা হবে ব‌লেও জানান তথ‌্য উপ‌দেষ্টা। পরে সংবাদপ‌ত্রের সম্পাদকরা তা‌দের নানা সমস‌্যার কথা তু‌লে ধ‌রেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা নি‌শ্চিতে আগামী সপ্তাহে ক‌মিশন গঠন: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৮:২০:১২ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

গণমাধ‌্যনের স্বাধীনতা নি‌শ্চিতে আগামী সপ্তা‌হে এক‌টি ক‌মিশন গঠন করা হ‌বে ব‌লে জানিয়ে‌ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা না‌হিদ ইসলাম।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বি‌কে‌লে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবনের সম্মেলনকক্ষে সংবাদপ‌ত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন‌্যান‌্য অংশীজ‌নের সঙ্গে ম‌ত‌বি‌নিময় সভায় একথা জানান উপদেষ্টা।

না‌হিদ ইসলাম ব‌লেন, সংবাদপত্র শি‌ল্পে অনেক সমস‌্যা র‌য়ে‌ছে। অডিট, বিজ্ঞাপন ও বিল প্রদান ডি‌জিটাল করার প্রক্রিয়া চল‌ছে ব‌লেও জানান তি‌নি।

এসময় গণহত্যায় জড়িত পত্রিকা বা সাংবাদিকদের বিচার করা হবে ব‌লেও জানান তথ‌্য উপ‌দেষ্টা। পরে সংবাদপ‌ত্রের সম্পাদকরা তা‌দের নানা সমস‌্যার কথা তু‌লে ধ‌রেন।