নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির গাড়ি বহরে বর্বরোচিত হামলা ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর নেতৃত্বে শহরের কোর্টমোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বড় বাজার শহীদ হাসান চত্বর ঘুড়ে একই স্থানে ফিরে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এহসানুল স্বরাজ, সহসভাপতি আলম উদ্দিন খান, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দীন বাবু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, প্রচার সম্পাদক মাবুদ সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হাসান, সদর পৌর আহবায়ক রুবেল হাসান, আলমডাঙ্গা পৌর আহবায়ক কামরুল হাসান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, যুগ্ন আহ্বায়ক উজ্জল হোসেন, সদর উপজেলা যুগ্ন আহবায়ক গোলাম শাহরিয়ার লিটন, বিল্লাল হোসেন, সানোয়ার হোসেন, জয়নাল আবেদীন, চুয়াডাঙ্গা পৌর যুগ্ম আহবায়ক মহাসিন আলী, এনামুল হক ইমন, স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম, মজনু হোসেন, ফরিদ হোসেন, পলাশ, তুহিন, সালাম, সানোয়ার হোসেন, আলিম জর্দার, বাবু, আনারুল মেম্বার, সবুজ, ওয়াস করনি, রাসেল, শিমুল, নজরুল, মাসুদ, হাবলু, নাসিম মুরাদ, রাশেদ, সোহাগ, আওয়াল, ইমন, সহ জাসাস,যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দলের নেতাকর্মী ও পৌর ওয়ার্ড এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে আবারো অস্থিরতার মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। তাই হামলা এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে। আমরা রাজপথে থেকে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেব।