শিরোনাম :
Logo শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত Logo আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমি শেখ মুজিবুর রহমানের ছবি নামাব না : শামীমা ইয়াছমিন Logo বোমা হামলায় পৃথিবীতে যত লোক মারা যায় তারচেয়ে বেশি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা যায় -পঞ্চগড়ে তারিকুল ইসলাম Logo বুকে ব্যথা নিয়ে হাসপাতালে অভিনেত্রী Logo এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা বিসিবির Logo ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফখরের Logo নাটকীয় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করল ভারত Logo কচুয়ার বিতারা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরন Logo হাতপাখার প্রার্থী মানসুর আহমদ সাকী’র সাথে পূর্ব ফতেহপুর ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় Logo আ’লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন কমিটির সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২৭:৩৭ অপরাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘অতীতের তুলনায় সনাতন ধর্মাবলম্বীদের এবারের শারদীয় দুর্গোৎসব হবে স্মরণীয়। কারণ এবার শারদীয় দুর্গোৎসব চলাকালীন তাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। স্বার্থান্বেষী আওয়ামী ফ্যাসিবাদীরা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে নিরাপত্তাহীনতায় রাখতো। এবার তা হতে দেওয়া হবে না।’

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সম্মেলনকক্ষে বিএনপি-জামায়াতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে পূজা উদ্যাপন কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদীরা বিএনপি-জামায়াতের ঘাড়ে দায় চাপাতে ধর্মীয় অনুষ্ঠানে আঘাত করতো। কিন্তু বিএনপি বা জামায়াত কখনোই কোনো ধর্মাবলম্বীদের ধর্মেই আঘাত করেনি, আগামীতেও করবে না। জেলার চারটি উপজেলাতে নির্বিঘেœ শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এই দুর্গোৎসবের আগের দিন থেকে বিসর্জনে দিন পর্যন্ত প্রশাসনের পাশাপাশি বিএনপির কর্মীরা পূজা ম-পের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। পূজা ম-পগুলোতে আওয়ামী ফ্যাসিবাদীদের কোনো আঘাত যেন না লাগে, সেদিকেও খেয়াল রাখা হবে।’

জেলা পূজা উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক স্বপন চক্রবর্তীর সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পর জামায়াতের রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে এমন একটি সভার সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা চাই শান্তি-সমৃদ্ধির জেলা হোক এই চুয়াডাঙ্গা। এই প্রত্যাশা নিয়ে আমরা দুই ভাই জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ও আমি রুহুল আমিন এই সভায় যুক্ত হয়েছি। সকল ধর্মীয় ভেদাভেদ ভুলে সকলের সহযোগিতায় আমরা আমাদের এই জেলাকে সমৃদ্ধির জেলা হিসেবে গড়ে তুলব। আপনারাও আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রাখছি।’

তিনি আরও বলেন, যে মন্দিরগুলো সমস্যার কারণে পূজাম-প তৈরি করতে পারছে না, সেইগুলোর তালিকা নিয়ে আমরা সমাধানের চেষ্টা করব। গোপালপুর ও দামুড়হুদার দাসপাড়া মন্দিরের যে সমস্যা তৈরি হয়েছে, তা আগামীকালের মধ্যেই সমাধানে পদক্ষেপ নেয়া হবে। এসময় মন্দির দুটিতে প্রয়োজনীয় টিন প্রদানেরও ঘোষণা দেন তিনি। রুহুল আমিন বলেন, কোনো ধর্মই হত্যা লুণ্ঠন ধর্ষণের কথা বলে না, সকল ধর্মই সম্প্রীতির কথা বলে, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই।

জেলা পূজা উদ্যাপন কমিটির সদস্য চিরকুমার স্বার্থ কনকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার কু-ু, জাতীয়তাবাদী কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক আরিফ হোসেন জোয়ারদার সোনা, ব্যবসায়ী সুমন পারভেজ খানসহ জেলার চারটি উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন পূজা উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক স্বপন চক্রবর্তী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাতবার্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন কমিটির সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৩:২৭:৩৭ অপরাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘অতীতের তুলনায় সনাতন ধর্মাবলম্বীদের এবারের শারদীয় দুর্গোৎসব হবে স্মরণীয়। কারণ এবার শারদীয় দুর্গোৎসব চলাকালীন তাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। স্বার্থান্বেষী আওয়ামী ফ্যাসিবাদীরা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে নিরাপত্তাহীনতায় রাখতো। এবার তা হতে দেওয়া হবে না।’

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সম্মেলনকক্ষে বিএনপি-জামায়াতের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে পূজা উদ্যাপন কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদীরা বিএনপি-জামায়াতের ঘাড়ে দায় চাপাতে ধর্মীয় অনুষ্ঠানে আঘাত করতো। কিন্তু বিএনপি বা জামায়াত কখনোই কোনো ধর্মাবলম্বীদের ধর্মেই আঘাত করেনি, আগামীতেও করবে না। জেলার চারটি উপজেলাতে নির্বিঘেœ শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এই দুর্গোৎসবের আগের দিন থেকে বিসর্জনে দিন পর্যন্ত প্রশাসনের পাশাপাশি বিএনপির কর্মীরা পূজা ম-পের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। পূজা ম-পগুলোতে আওয়ামী ফ্যাসিবাদীদের কোনো আঘাত যেন না লাগে, সেদিকেও খেয়াল রাখা হবে।’

জেলা পূজা উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক স্বপন চক্রবর্তীর সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পর জামায়াতের রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে এমন একটি সভার সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা চাই শান্তি-সমৃদ্ধির জেলা হোক এই চুয়াডাঙ্গা। এই প্রত্যাশা নিয়ে আমরা দুই ভাই জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ও আমি রুহুল আমিন এই সভায় যুক্ত হয়েছি। সকল ধর্মীয় ভেদাভেদ ভুলে সকলের সহযোগিতায় আমরা আমাদের এই জেলাকে সমৃদ্ধির জেলা হিসেবে গড়ে তুলব। আপনারাও আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রাখছি।’

তিনি আরও বলেন, যে মন্দিরগুলো সমস্যার কারণে পূজাম-প তৈরি করতে পারছে না, সেইগুলোর তালিকা নিয়ে আমরা সমাধানের চেষ্টা করব। গোপালপুর ও দামুড়হুদার দাসপাড়া মন্দিরের যে সমস্যা তৈরি হয়েছে, তা আগামীকালের মধ্যেই সমাধানে পদক্ষেপ নেয়া হবে। এসময় মন্দির দুটিতে প্রয়োজনীয় টিন প্রদানেরও ঘোষণা দেন তিনি। রুহুল আমিন বলেন, কোনো ধর্মই হত্যা লুণ্ঠন ধর্ষণের কথা বলে না, সকল ধর্মই সম্প্রীতির কথা বলে, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই।

জেলা পূজা উদ্যাপন কমিটির সদস্য চিরকুমার স্বার্থ কনকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার কু-ু, জাতীয়তাবাদী কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক আরিফ হোসেন জোয়ারদার সোনা, ব্যবসায়ী সুমন পারভেজ খানসহ জেলার চারটি উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন পূজা উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক স্বপন চক্রবর্তী।