চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি রুপার গহনা আটক করেছে বিজিবি। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মুন্সিপুর বিওপি এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানে মুন্সিপুর সর্দারপাড়ার কিতাব মল্লিকের (৬০) বাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে স্কচপেটে মোড়ানো ১০ কেজি রুপার গহনা উদ্ধার হয়। অভিযানের বিষয়ে টের পেয়ে বাড়িরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান কিতাব মল্লিক। তিনি ওই এলাকার তিতাব মল্লিকের ছেলে। গতকাল চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সার্বিক নির্দেশনায় মুন্সিপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার তাপস কুমার ঘোষ অভিযানের নেতৃত্ব দেন। বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯২/১০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিতাব মল্লিকের বাড়িতে অভিযান চালালে কিতাব পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
পরে কিতাব মল্লিকের বাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১০ কেজি ভারতীয় রুপার গহনা পাওয়া যায়। পলাতক কিতাব মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃত রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।