নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১২:৫৬ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩৯ বার পড়া হয়েছে

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহক।

শনিবার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সকল সরকারি ও বেসরকারি ব্যাংকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগের সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ৪ লাখ টাকা। এর আগের সপ্তাহগুলোতেও এক লাখ টাকা করে সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ শুরু হয়। ধীরে ধীরে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ানো হচ্ছে। ব্যাংকাররা বলছেন, আগামীতে উত্তোলনের সীমা পুরোপুরি প্রত্যাহার করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৭:১২:৫৬ পূর্বাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহক।

শনিবার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সকল সরকারি ও বেসরকারি ব্যাংকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগের সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ৪ লাখ টাকা। এর আগের সপ্তাহগুলোতেও এক লাখ টাকা করে সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ শুরু হয়। ধীরে ধীরে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ানো হচ্ছে। ব্যাংকাররা বলছেন, আগামীতে উত্তোলনের সীমা পুরোপুরি প্রত্যাহার করা হবে।