অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে চলমান যুদ্ধে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ কথা স্বীকার করেছে। এতে গত ৭ অক্টোবরের পর থেকে যুদ্ধে এ পর্যন্ত দখলদার সামরিক বাহিনীর মারা যাওয়া সেনার সংখ্যা ৬৮৯ জনে পৌঁছেছে।
রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী স্বীকার করেছে যে, ইয়োনাতান আহারন গ্রিনব্ল্যাট নামে তাদের এক সেনাকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চলে হত্যা করা হয়েছে।
ইসরায়েলি সূত্র জানায়, ২১ বছর বয়সী গ্রিনব্ল্যাট দখলদার বাহিনীর গিভাতি ব্রিগেডের শেকড ব্যাটালিয়নের সদস্য।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে, গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে তাদের সেনা নিহতের সংখ্যা ৬৮৯ জনে পৌঁছেছে।
তবে ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞদের বিশ্বাস, গাজায় ইসরায়েলি সৈন্য নিহত বা আহতের সংখ্যা সরকার প্রকাশিত এই পরিসংখ্যানের চেয়েও অনেক বেশি।
ইসরায়েলি গণমাধ্যম এল বালাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকার ও কর্মকর্তারা গাজায় তাদের কর্মকর্তা ও সেনাদের হতাহতের পরিসংখ্যান গোপন করার জন্য অধিকৃত ফিলিস্তিনের হাসপাতাল কর্তৃপক্ষকে চাপে রেখেছেন।