বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়, কোচ গাম্ভীরের নতুন শুরু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৯:২৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

জয় দিয়েই শ্রীলংকা সফর শুরু করল ভারত। জিততে হলে রেকর্ড গড়তে হতো শ্রীলঙ্কাকে। ভারতের দেওয়া ২১৪ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। আর তাতেই ৪৩ রানের জয় পায় ভারত।

শনিবার কেন্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ২১৩ রান করে টিম ইন্ডিয়া।

দুই ওপেনার শুভমান গিল ও যশস্বী জয়সাওয়াল বাউন্ডারি ওভার বাউন্ডারিতে  ৫.৫ ওভার যোগ করেন ৭৪ রান। পাওয়ার প্লে’র শেষ বলে ফেরে গিল। ১৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৩৪ রান করেন এই ব্যাটার। পরের বলে ২১ বলে ৫ চার ও ২ ছয়ে ৪০ রানে থামেন জয়সাওয়ালও।

৭৪ রানে দুই উইকেট পতনের পর দলের হাল ধরেন সূর্যকুমার যাদব ও ঋষভ পান্থ। তৃতীয় উইকেটে তারা ৪৩ বলে ৭৬ রানের জুটি গড়েন। ৫৮ রান করে ফেরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আউট হওয়ার আগে পান্তের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৯ রান। ভারত থামে ২১৩ রান করে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য দারুণ শুরু করেছিলেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিজ। ভারতের ওপেনারদের ৭৪ রানের বিপরীতে ৮৪ রান তোলেন তারা।

নবম ওভারে আর্শদীপ সিং যখন জুটিটি ভাঙেন, ততক্ষণে স্কোরবোর্ডে ৮৪ রান। ২৭ বলে ৪৫ রান করে মেন্ডিস আউট হলেও নিশাঙ্কা কুশল পেরেরাকে নিয়ে দলকে জয়ের পথেই রেখেছিলেন। একপর্যায়ে ১৪ ওভারে ১ উইকেটে ১৪০ রান তুলে ফেলে দলটি।

তবে এরপরই ছন্দপতন। অক্ষর প্যাটেলের করা ইনিংসের ১৫তম ওভারে নিশাঙ্কা, কুশল পেরেরা দুজনই ফেরেন। এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ধসের মধ্যে একের পর এক উইকেট পড়তে থাকে। মাত্র ৩১ বলের মধ্যে ৩০ রান তুলতেই ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে ৭ রানের বেশি করতে না পারলেও ৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার লেগস্পিনার রিয়ান পরাগ। তবে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ২৬ বলে ৫৮ রান করা সূর্যকুমার যাদব।

বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়ে ভারতের নতুন কোচের দায়িত্ব নেন গৌতম গম্ভীর। কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম এই টি-টোয়েন্টি ম্যাচ ছিল কোচ হিসেবে গম্ভীরের প্রথম অ্যাসাইন্টম্যান্ট। আর তাতে জয়ের স্বাদই পেলেন দুই বিশ্বকাপজয়ী এই ভারতীয় কিংবদন্তী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয়, কোচ গাম্ভীরের নতুন শুরু

আপডেট সময় : ০৭:৩৯:২৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুলাই ২০২৪

জয় দিয়েই শ্রীলংকা সফর শুরু করল ভারত। জিততে হলে রেকর্ড গড়তে হতো শ্রীলঙ্কাকে। ভারতের দেওয়া ২১৪ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। আর তাতেই ৪৩ রানের জয় পায় ভারত।

শনিবার কেন্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ২১৩ রান করে টিম ইন্ডিয়া।

দুই ওপেনার শুভমান গিল ও যশস্বী জয়সাওয়াল বাউন্ডারি ওভার বাউন্ডারিতে  ৫.৫ ওভার যোগ করেন ৭৪ রান। পাওয়ার প্লে’র শেষ বলে ফেরে গিল। ১৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৩৪ রান করেন এই ব্যাটার। পরের বলে ২১ বলে ৫ চার ও ২ ছয়ে ৪০ রানে থামেন জয়সাওয়ালও।

৭৪ রানে দুই উইকেট পতনের পর দলের হাল ধরেন সূর্যকুমার যাদব ও ঋষভ পান্থ। তৃতীয় উইকেটে তারা ৪৩ বলে ৭৬ রানের জুটি গড়েন। ৫৮ রান করে ফেরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আউট হওয়ার আগে পান্তের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৯ রান। ভারত থামে ২১৩ রান করে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য দারুণ শুরু করেছিলেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিজ। ভারতের ওপেনারদের ৭৪ রানের বিপরীতে ৮৪ রান তোলেন তারা।

নবম ওভারে আর্শদীপ সিং যখন জুটিটি ভাঙেন, ততক্ষণে স্কোরবোর্ডে ৮৪ রান। ২৭ বলে ৪৫ রান করে মেন্ডিস আউট হলেও নিশাঙ্কা কুশল পেরেরাকে নিয়ে দলকে জয়ের পথেই রেখেছিলেন। একপর্যায়ে ১৪ ওভারে ১ উইকেটে ১৪০ রান তুলে ফেলে দলটি।

তবে এরপরই ছন্দপতন। অক্ষর প্যাটেলের করা ইনিংসের ১৫তম ওভারে নিশাঙ্কা, কুশল পেরেরা দুজনই ফেরেন। এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ধসের মধ্যে একের পর এক উইকেট পড়তে থাকে। মাত্র ৩১ বলের মধ্যে ৩০ রান তুলতেই ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে ৭ রানের বেশি করতে না পারলেও ৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার লেগস্পিনার রিয়ান পরাগ। তবে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ২৬ বলে ৫৮ রান করা সূর্যকুমার যাদব।

বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়ে ভারতের নতুন কোচের দায়িত্ব নেন গৌতম গম্ভীর। কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম এই টি-টোয়েন্টি ম্যাচ ছিল কোচ হিসেবে গম্ভীরের প্রথম অ্যাসাইন্টম্যান্ট। আর তাতে জয়ের স্বাদই পেলেন দুই বিশ্বকাপজয়ী এই ভারতীয় কিংবদন্তী।