হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে হামলায় ট্রাম্পের কান ও মুখমন্ডল বেয়ে রক্ত পড়ছে
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সমাবেশে গোলাগুলির ঘটনায় ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এতে রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থী ট্রাম্পের কানে ও মাথায় রক্ত দেখা যায়। এরপর ঘটনাস্থল থেকে চলে যাওয়ার আগে তাকে হাত মুষ্টিবদ্ধ করে উঁচিয়ে ধরতে দেখা যায় এবং তাকে নিরাপত্তারক্ষীরা গাড়ির কাছে নিয়ে যান।
নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেওয়ার আগেই ট্রাম্প তার কান চেপে ধরেন এবং ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা সম্বলিত তার লাল টুপিটি ছিটকে যায়।
এদিকে এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ট্রাম্প আহত হয়েছেন। তবে তিনি কীভাবে বা কী ধরনের আঘাত পেয়েছেন তা স্পষ্ট নয়। ঘটনাস্থলের একটি ভিডিওতে ট্রাম্পের ডান কানে এবং মুখের ডান পাশ দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে ট্রাম্প ‘আহত’ হয়েছেন।
এক বিবৃতিতে ট্রাম্পের ক্যাম্পেইন টিম জানিয়েছে, তিনি (ট্রাম্প) ভালো আছেন এবং স্থানীয় হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
সাবেক এই প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এক্সে তার বাবার আহত মুষ্টিবদ্ধ ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমেরিকাকে রক্ষার লড়াইয়ে তিনি কখনো থামাবেন না।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
সূত্র: বিবিসি, রয়টার্স, আলজাজিরা, সিএনএন