শিরোনাম :
Logo জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ Logo কচুয়ায় প্রবাসী নেতা কামরুজ্জামানের স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা ও জার্সি বিতরণ Logo সাজিদের রহস্যজনক মৃত্যু: উত্তাল ক্যাম্পাস, উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে আরিফুল ও রাফি Logo ইবিতে তারুণ্যে’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়: নাহিদ Logo ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে: আখতার Logo ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত Logo গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে: স্বাস্থ্য মন্ত্রণালয় Logo বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় দুই’দিনের ব্যবধানে আবারও রাসেল’স ভাইপার উদ্ধার।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩০:২২ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ৭৭৪ বার পড়া হয়েছে

 নীলকন্ঠ প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলার রাজাপুর গ্রামে রাসেল’স ভাইপার (চন্দবোড়া) সাপের দেখা মিলছে আজ জুন(২৮) সকাল ১১ সময় কালী- মাঠ( দক্ষিণ) নামক স্থানে একদল কৃষক মাঠে চাষের জমি মুগের খেতে কাজ শেষে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় ট্রাক্টরের ছরি(ফ্লাতে) বেঁধে আছে রাসেল’স ভাইপার দেখতে পায় এবং সাপটি দেখা মাত্র কৃষকরা পিটিয়ে মেরে ফেলে।

রাজাপুর গ্রামের কৃষক মো. শহিদুল মন্ডল (৬০) পিতা মৃত্যু তুরাবার মন্ডল বলেন তার নিজ জমিতে মুগ ক্ষেত কাজ শেষ করে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় রাসেল ভাইপার ট্রাক্টরের ফ্লাতে বাঁধে পরবর্তীতে আমরা দেখতে পায় এটা রাসেল’স ভাইপার তখন আমার সাপটি পিটিয়ে মেরে ফেলি।

রাসেল’স ভাইপার সাপটি দেখতে রাজাপুর গ্রামে উৎসব জনতার ভিড় হয়, এর মধ্যে অনেক মানুষের মুখে শোনা যায় এমন রঙ্গের সাপ আমাদের মাঠে অনেক আছে যা আমরা মাঠে কাজ করার সময় দেখতে পায় ।

স্থানীয়ো জানান রাসেল ভাইপার সাপটি নিয়ে আমরা আতঙ্কে আছি কারণ মাঠে এখন অনেক বেশি এই সাপ দেখা যাচ্ছে, আমরা মাঠে-ঘাটে ঠিক মতো কাজও করতে পাচ্ছি না।

রাজাপুর ০৯ নাম্বার ওর্য়াডের মেম্বার মো. বাচ্চু মিয়া বলেন মাঠে কাজ করার সময় কৃষকরা সাপটি দেখতে পায় যে ট্রাক্টারের ফ্লাতে জড়িয়ে ছে পরবর্তীতে সাপটি পিটিয়ে মেরে গ্রামের মাঝে নিয়ে এসে, বর্তমান রাসেল ভাইপার সাপটি দেখে আতঙ্ক না হয়ে জনসচেতনতা বাড়ানো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ

চুয়াডাঙ্গায় দুই’দিনের ব্যবধানে আবারও রাসেল’স ভাইপার উদ্ধার।

আপডেট সময় : ০২:৩০:২২ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ জুন ২০২৪

 নীলকন্ঠ প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলার রাজাপুর গ্রামে রাসেল’স ভাইপার (চন্দবোড়া) সাপের দেখা মিলছে আজ জুন(২৮) সকাল ১১ সময় কালী- মাঠ( দক্ষিণ) নামক স্থানে একদল কৃষক মাঠে চাষের জমি মুগের খেতে কাজ শেষে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় ট্রাক্টরের ছরি(ফ্লাতে) বেঁধে আছে রাসেল’স ভাইপার দেখতে পায় এবং সাপটি দেখা মাত্র কৃষকরা পিটিয়ে মেরে ফেলে।

রাজাপুর গ্রামের কৃষক মো. শহিদুল মন্ডল (৬০) পিতা মৃত্যু তুরাবার মন্ডল বলেন তার নিজ জমিতে মুগ ক্ষেত কাজ শেষ করে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় রাসেল ভাইপার ট্রাক্টরের ফ্লাতে বাঁধে পরবর্তীতে আমরা দেখতে পায় এটা রাসেল’স ভাইপার তখন আমার সাপটি পিটিয়ে মেরে ফেলি।

রাসেল’স ভাইপার সাপটি দেখতে রাজাপুর গ্রামে উৎসব জনতার ভিড় হয়, এর মধ্যে অনেক মানুষের মুখে শোনা যায় এমন রঙ্গের সাপ আমাদের মাঠে অনেক আছে যা আমরা মাঠে কাজ করার সময় দেখতে পায় ।

স্থানীয়ো জানান রাসেল ভাইপার সাপটি নিয়ে আমরা আতঙ্কে আছি কারণ মাঠে এখন অনেক বেশি এই সাপ দেখা যাচ্ছে, আমরা মাঠে-ঘাটে ঠিক মতো কাজও করতে পাচ্ছি না।

রাজাপুর ০৯ নাম্বার ওর্য়াডের মেম্বার মো. বাচ্চু মিয়া বলেন মাঠে কাজ করার সময় কৃষকরা সাপটি দেখতে পায় যে ট্রাক্টারের ফ্লাতে জড়িয়ে ছে পরবর্তীতে সাপটি পিটিয়ে মেরে গ্রামের মাঝে নিয়ে এসে, বর্তমান রাসেল ভাইপার সাপটি দেখে আতঙ্ক না হয়ে জনসচেতনতা বাড়ানো হচ্ছে।