শনিবার | ১৭ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের Logo জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ Logo জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান Logo বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত খুবির সাবেক শিক্ষার্থী মুজাহিদ Logo জোট-মহাজোটের বাইরে ইসলামের একক শক্তি হাতপাখা -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে নবনির্মিত একটি দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা চলছে, উপস্থিত রয়েছেন তারেক রহমান Logo চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

খালেদা জিয়ার সাজা হলেও বিএনপি নির্বাচনে আসবে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৫:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সরকার দলীয় সংসদ সদস্যরা বলেছেন, দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হলেও অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিবে। একইসঙ্গে তারা মনে করেন কয়েকভাবে বিভক্ত হলেও নির্বাচনে আসবে। কিন্তু দেশের জনগণ সন্ত্রাসী দল, জঙ্গিদের দল ও মানুষকে পুড়িয়ে হত্যাকারী দল বিএনপিকে মেনে নেবে না। ব্যালটের মাধ্যমে আবারও প্রত্যাখ্যান করবে।

সংসদেও চতুর্দশ ও শীতকালীন অধিবেশনে গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এসব মন্তব্য করেন। প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, মীর শওকাত আলী বাদশা, সাবিনা নাহার বেগম, মনোয়ারা বেগম, বেগম আখতার জাহান ও বেগম রহিমা আখতার এবং ওয়ার্কার্স পার্টির ইয়াছিন আলী ও জাসদের মইন উদ্দীন খান বাদল।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত সরকারের ৫ বছর ছিল চরম বিভীষিকায় অধ্যায়। এরপর নির্বাচন বানচাল করতে আন্দোলনের নামে খালেদা জিয়ার আগুন সন্ত্রাস জনগণ ব্যর্থ করে দিয়েছে। এখন দুর্নীতির বরপুত্র তারেক রহমান ও খালেদা জিয়ার দুস্কর্মের বিচার চলছে। বিচারে খালেদা জিয়ার ভাগ্যে কি আছে? আমরা জানি না। তা আদালত নির্ধারণ করবে। তবে এটা নিশ্চিত খালেদা জিয়ার সাজা হলেই বিএনপি দুই-তিন ভাগে বিভক্ত হবে। তাদের সকল ভাগেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে তারা জনগনের সমর্থন পাবে না বলে তিনি দাবি করেন।

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপি সন্ত্রাসী দল হিসেবে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বিএনপি ভাল করেই জানে নির্বাচনে না গেলে দলটির নিবন্ধন বাতিল হবে। অবশ্যই দলটি নির্বাচনে যাবে, সেভাবেই আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে আমরা পুনরায় বিজয়ী হতে পারলে বিএনপির অস্তিত্বই হারিয়ে যাবে।

জাসদের মইন উদ্দীন খান বাদল বলেন, দেশের মানুষ সচেতন ও সক্রিয় হলে অসাংবিধানিক শাসনের সুযোগ থাকে না। তবে জঙ্গিবাদ-সন্ত্রাস ও নাশকতার হোতাদের মুক্ত আকাশে ঘুরতে দেওয়া সুশাসন হতে পারে না। অপরাধ করবেন বিচার হবে না এটা চলতে পারে না। অবশ্যই এদের দমন করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এখনও আমাদের আত্মতুষ্টিতে ভোগার সময় আসেনি। দেশ ধনাঢ্য হচ্ছে, কিন্তু দেশের ১০ ভাগ মানুষের কাছে ৪০ ভাগ সম্পদ চলে যাচ্ছে। এটা একটা বিপদজ্জনক পরিস্থিতি। অবশ্যই এ চিত্র পাল্টাতে হবে।

ওয়ার্কার্স পার্টির ইয়াছিন আলী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখতে হবে। ধনী ও গরিব এবং গ্রাম ও শহরের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খালেদা জিয়ার সাজা হলেও বিএনপি নির্বাচনে আসবে !

আপডেট সময় : ১১:০৫:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

সরকার দলীয় সংসদ সদস্যরা বলেছেন, দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হলেও অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিবে। একইসঙ্গে তারা মনে করেন কয়েকভাবে বিভক্ত হলেও নির্বাচনে আসবে। কিন্তু দেশের জনগণ সন্ত্রাসী দল, জঙ্গিদের দল ও মানুষকে পুড়িয়ে হত্যাকারী দল বিএনপিকে মেনে নেবে না। ব্যালটের মাধ্যমে আবারও প্রত্যাখ্যান করবে।

সংসদেও চতুর্দশ ও শীতকালীন অধিবেশনে গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এসব মন্তব্য করেন। প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, মীর শওকাত আলী বাদশা, সাবিনা নাহার বেগম, মনোয়ারা বেগম, বেগম আখতার জাহান ও বেগম রহিমা আখতার এবং ওয়ার্কার্স পার্টির ইয়াছিন আলী ও জাসদের মইন উদ্দীন খান বাদল।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত সরকারের ৫ বছর ছিল চরম বিভীষিকায় অধ্যায়। এরপর নির্বাচন বানচাল করতে আন্দোলনের নামে খালেদা জিয়ার আগুন সন্ত্রাস জনগণ ব্যর্থ করে দিয়েছে। এখন দুর্নীতির বরপুত্র তারেক রহমান ও খালেদা জিয়ার দুস্কর্মের বিচার চলছে। বিচারে খালেদা জিয়ার ভাগ্যে কি আছে? আমরা জানি না। তা আদালত নির্ধারণ করবে। তবে এটা নিশ্চিত খালেদা জিয়ার সাজা হলেই বিএনপি দুই-তিন ভাগে বিভক্ত হবে। তাদের সকল ভাগেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে তারা জনগনের সমর্থন পাবে না বলে তিনি দাবি করেন।

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপি সন্ত্রাসী দল হিসেবে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বিএনপি ভাল করেই জানে নির্বাচনে না গেলে দলটির নিবন্ধন বাতিল হবে। অবশ্যই দলটি নির্বাচনে যাবে, সেভাবেই আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে আমরা পুনরায় বিজয়ী হতে পারলে বিএনপির অস্তিত্বই হারিয়ে যাবে।

জাসদের মইন উদ্দীন খান বাদল বলেন, দেশের মানুষ সচেতন ও সক্রিয় হলে অসাংবিধানিক শাসনের সুযোগ থাকে না। তবে জঙ্গিবাদ-সন্ত্রাস ও নাশকতার হোতাদের মুক্ত আকাশে ঘুরতে দেওয়া সুশাসন হতে পারে না। অপরাধ করবেন বিচার হবে না এটা চলতে পারে না। অবশ্যই এদের দমন করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এখনও আমাদের আত্মতুষ্টিতে ভোগার সময় আসেনি। দেশ ধনাঢ্য হচ্ছে, কিন্তু দেশের ১০ ভাগ মানুষের কাছে ৪০ ভাগ সম্পদ চলে যাচ্ছে। এটা একটা বিপদজ্জনক পরিস্থিতি। অবশ্যই এ চিত্র পাল্টাতে হবে।

ওয়ার্কার্স পার্টির ইয়াছিন আলী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখতে হবে। ধনী ও গরিব এবং গ্রাম ও শহরের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।