শিরোনাম :
Logo চাঁদপুর জেলা কারাগারে হাসনাত আকলিমার আনুষ্ঠানিক বিয়ে! Logo রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক Logo খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ! Logo সামনের দিনে অনেক বিপদ আসবে: মির্জা ফখরুল Logo মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ : তারেক রহমান Logo মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত বেড়ে ১৬ Logo সিভাসু অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কচুয়ার সন্তান মোহাম্মদ  গোলাম মাওলা শাহীন Logo জাতীয় রাজনীতিতে তারুণ্যের এক উজ্জল নক্ষত্র কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব Logo চাঁদপুরে মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্ত্বা তানহা ও তার স্বামী আটক Logo মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালিত “ন্যায্য মূল্যে সহস্রাধিক ক্রেতার পণ্য ক্রয়

কোরবানি না করে আকিকা করা যাবে কি?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৭:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • ৭৮০ বার পড়া হয়েছে

অনলাইন সংরক্ষণ :

কিছু অঞ্চলে এমন একটি ধারণা আছে যে, যার ছোটবেলায় আকিকা করা হয়নি তার কোরবানি হয় না। এ ছাড়া অনেকে কোরবানির চেয়ে আকিকাকে এত গুরুত্ব দেন যে কোরবানি না করে আগে আকিকার জন্য পশু জবেহ করেন। এ ক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন করেন, কোরবানি না করে আকিকা করা যাবে কি না।

এর সহজ উত্তর হলো, কারো ওপর কোরবানি ওয়াজিব না হলে তাকে কোরবানি করতে হবে না। সে আকিকা দিলেও সমস্যা নেই। যার ওপর কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতে হবে। এ ক্ষেত্রে আকিকা ও কোরবানির মাঝে কোনো সম্পর্ক নেই। আকিকা এক আমল, কোরবানি আরেক আমল। আকিকা মোস্তাহাব ও কোরবানি ওয়াজিব। আকিকা সারা বছর করা যায় আর কোরবানি শুধু তিন দিন করা যায়।

কোরবানির দিনসমূহ তথা ১০, ১১ ও ১২ জিলহজ এই তিন দিনে নিত্যপ্রয়োজনীয় খরচ ছাড়া যে ব্যক্তির কাছে সাড়ে বায়ান্ন তোলা রুপা বা এর সমমূল্য বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকবে, তার ওপর কোরবানি করা আবশ্যক।

আল্লাহ বলেন,

اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ اِنَّ شَانِئَکَ هُوَ الۡاَبۡتَرُ

নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করেছি। সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় করো ও কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ। (সুরা কাওসার: ১-৩)

হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

مَن كان له سَعَة ولمْ يُضَحِّ فلا يَقْرَبَنّ مُصَلّانا

যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ইদগাহে না আসে। (সুনানে ইবনে মাজা: ৩১২৩)

নিজের ওপর ওয়াজিব কোরবানি আদায় করার পর মা-বাবাসহ যে কারো নামেই একাধিক কোরবানি করা যায়। চাইলে কোরবানির পশুর সঙ্গে আকিকার নিয়তও করা যায়। তাই বলে আকিকা না করে কোরবানি করা যায় না এমন ধারণা ঠিক নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা কারাগারে হাসনাত আকলিমার আনুষ্ঠানিক বিয়ে!

কোরবানি না করে আকিকা করা যাবে কি?

আপডেট সময় : ০৮:০৭:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

অনলাইন সংরক্ষণ :

কিছু অঞ্চলে এমন একটি ধারণা আছে যে, যার ছোটবেলায় আকিকা করা হয়নি তার কোরবানি হয় না। এ ছাড়া অনেকে কোরবানির চেয়ে আকিকাকে এত গুরুত্ব দেন যে কোরবানি না করে আগে আকিকার জন্য পশু জবেহ করেন। এ ক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন করেন, কোরবানি না করে আকিকা করা যাবে কি না।

এর সহজ উত্তর হলো, কারো ওপর কোরবানি ওয়াজিব না হলে তাকে কোরবানি করতে হবে না। সে আকিকা দিলেও সমস্যা নেই। যার ওপর কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতে হবে। এ ক্ষেত্রে আকিকা ও কোরবানির মাঝে কোনো সম্পর্ক নেই। আকিকা এক আমল, কোরবানি আরেক আমল। আকিকা মোস্তাহাব ও কোরবানি ওয়াজিব। আকিকা সারা বছর করা যায় আর কোরবানি শুধু তিন দিন করা যায়।

কোরবানির দিনসমূহ তথা ১০, ১১ ও ১২ জিলহজ এই তিন দিনে নিত্যপ্রয়োজনীয় খরচ ছাড়া যে ব্যক্তির কাছে সাড়ে বায়ান্ন তোলা রুপা বা এর সমমূল্য বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকবে, তার ওপর কোরবানি করা আবশ্যক।

আল্লাহ বলেন,

اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ اِنَّ شَانِئَکَ هُوَ الۡاَبۡتَرُ

নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করেছি। সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় করো ও কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ। (সুরা কাওসার: ১-৩)

হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

مَن كان له سَعَة ولمْ يُضَحِّ فلا يَقْرَبَنّ مُصَلّانا

যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ইদগাহে না আসে। (সুনানে ইবনে মাজা: ৩১২৩)

নিজের ওপর ওয়াজিব কোরবানি আদায় করার পর মা-বাবাসহ যে কারো নামেই একাধিক কোরবানি করা যায়। চাইলে কোরবানির পশুর সঙ্গে আকিকার নিয়তও করা যায়। তাই বলে আকিকা না করে কোরবানি করা যায় না এমন ধারণা ঠিক নয়।