মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত 

সাবেক এমপি কাদেরের বাড়ির উঠানে গর্তের নিচ থেকে পিস্তুল-গুলি উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩২:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানের গ্রামের বাড়ি থেকে একটি পিস্তুল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১টার দিকে কাদের খানের সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি  গ্রামের বাড়ি উঠানে গর্তের নিচ থেকে পিস্তুল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

এরআগে, গতকাল বুধবার দুপুর থেকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আহম্মেদ বশিরের নেতৃত্বে জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তার একটি দল ও ফায়ার সার্ভিসের ইউনিট পুরো বাড়ি ঘিরে রেখে তল্লাসি চালায়। এছাড়া বাড়ির সামনের চারটি পুকুরের পানি মেশিন দিয়ে সেচের মাধ্যমে অভিযান শুরু করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কর্ণেল আবদুল কাদের খানের দেওয়া তথ্য অনুয়ায়ী তার বাড়ির উঠানের গর্তে রাখা একটি পিস্তুল, ছয় রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তুলটি এমপি লিটন হত্যাকান্ডে ব্যবহার করেছিলো হত্যাকান্ডে অংশ নেওয়া কিলাররা। লিটন হত্যায় তিন ধরণের অস্ত্র ব্যবহার করা হয়। তারমধ্যে কাদের খান একটি পিস্তুল ও ১০ রাউন্ড গুলি আগেই জমা দেন। এ নিয়ে দুটি অস্ত্র পুলিশের কাছে রয়েছে। অন্য অস্ত্রটিও উদ্ধার করতে পুলিশ তৎপর রয়েছে’।

ওসি আরও বলেন, ‘কাদের খানকে গ্রেফতারের পর তার বাড়িতে অস্ত্র ও গুলি আছে এমন তথ্য নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর থেকে অভিযান শুরু করে। অভিযানে পুরো বাড়ি ঘিরে রেখে তল্লাসী চালানো হয়। এছাড়া বাড়ির চারটি পুকুরের মধ্যে দুটি পুকুর সেচ দিয়ে তল্লাসি চালানো হয়। কিন্তু রাত পৌনে ৯টা পর্যন্ত সেখানে কোন অস্ত্র উদ্ধার না হওয়ায় প্রথম দিনের মতো অভিযান সমাপ্ত করা হয়’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫

সাবেক এমপি কাদেরের বাড়ির উঠানে গর্তের নিচ থেকে পিস্তুল-গুলি উদ্ধার !

আপডেট সময় : ১২:৩২:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানের গ্রামের বাড়ি থেকে একটি পিস্তুল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১টার দিকে কাদের খানের সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি  গ্রামের বাড়ি উঠানে গর্তের নিচ থেকে পিস্তুল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

এরআগে, গতকাল বুধবার দুপুর থেকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আহম্মেদ বশিরের নেতৃত্বে জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তার একটি দল ও ফায়ার সার্ভিসের ইউনিট পুরো বাড়ি ঘিরে রেখে তল্লাসি চালায়। এছাড়া বাড়ির সামনের চারটি পুকুরের পানি মেশিন দিয়ে সেচের মাধ্যমে অভিযান শুরু করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কর্ণেল আবদুল কাদের খানের দেওয়া তথ্য অনুয়ায়ী তার বাড়ির উঠানের গর্তে রাখা একটি পিস্তুল, ছয় রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তুলটি এমপি লিটন হত্যাকান্ডে ব্যবহার করেছিলো হত্যাকান্ডে অংশ নেওয়া কিলাররা। লিটন হত্যায় তিন ধরণের অস্ত্র ব্যবহার করা হয়। তারমধ্যে কাদের খান একটি পিস্তুল ও ১০ রাউন্ড গুলি আগেই জমা দেন। এ নিয়ে দুটি অস্ত্র পুলিশের কাছে রয়েছে। অন্য অস্ত্রটিও উদ্ধার করতে পুলিশ তৎপর রয়েছে’।

ওসি আরও বলেন, ‘কাদের খানকে গ্রেফতারের পর তার বাড়িতে অস্ত্র ও গুলি আছে এমন তথ্য নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর থেকে অভিযান শুরু করে। অভিযানে পুরো বাড়ি ঘিরে রেখে তল্লাসী চালানো হয়। এছাড়া বাড়ির চারটি পুকুরের মধ্যে দুটি পুকুর সেচ দিয়ে তল্লাসি চালানো হয়। কিন্তু রাত পৌনে ৯টা পর্যন্ত সেখানে কোন অস্ত্র উদ্ধার না হওয়ায় প্রথম দিনের মতো অভিযান সমাপ্ত করা হয়’।