শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ইংরেজি নববর্ষ উদযাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়জুল মণ্ডল
(৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফয়জুল সুমিরদিয়ার মৃত তাজউদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নতুন বছরকে স্বাগত জানাতে রাত ১০টার দিকে পিকনিকের আয়োজন করে সুমিরদিয়া এলাকার কিছু যুবক। এ সময় সেখানে বিদ্যুতের সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে ফয়জুলকে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। # #
 
										






































