দর্শনায় বলদিয়া গ্রামে দেড় কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

0
43

দর্শনা অফিস:
দর্শনায় দেড় কেজি স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার সকালে দর্শনা থানা এলাকার ছোট বলদিয়া গ্রামের পাঁচকবর নামক স্থান থেকে তাঁকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারী নওগাঁ জেলার সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফয়েজ মল্লিকের ছেলে আব্দুল জব্বার (৩২)। গতকাল চুয়াডাঙ্গা-৬ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসির সার্বিক তত্ত্বাবধানে বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করে। এসময় চালিয়ে দর্শনা থানা এলাকার ছোটবলদিয়া গ্রাম দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে স্বর্ণ পাচারকালে ১ কেজি ৪০০ গ্রাম (১২০ ভরি) স্বর্ণসহ আব্দুল জব্বারকে আটক করা হয়। পরে বিজিবি বাদী হয়ে আটককৃত আসামির নামে মামলা দায়ের করে তাঁকে দর্শনা থানা হেফাজতে সোপর্দ করে।