আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর দেড় বছরের জেল

0
36

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে আলমডাঙ্গা শহরের রেল স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী মৃত বাবর আলী মণ্ডলের ছেলে মতিয়ার রহমান মণ্ডলকে (৩৮) ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানাসহ জেলার বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত ১১টি মামলা চলমান রয়েছে।

পরে বিষয়টি আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরকে জানালে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, ২ এর (গ) ধারায় মতিয়ার রহমান মণ্ডলকে দেড় বছরের কারাদণ্ড প্রদান করেন ও উদ্ধারকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করেন।