সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo কুয়াশার চাদরে মোড়া ডিসেম্বরের ক্যাম্পাস Logo যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির Logo নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ Logo রজব মাসের চাঁদ দেখা গেছে Logo কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন Logo মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল Logo সুদানের আবেই শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন পলাশবাড়ীতে Logo ৪৭৫ কোটি টাকা ‘জলে’: খনন শেষ হতেই ভরাট সাতক্ষীরার নদী-খাল ​জলাবদ্ধতা কাটেনি, উল্টো সেচ সংকটে কৃষক ও ঘেরমালিকরা ​

চুয়াডাঙ্গায় এক‌দি‌নে এক নার্স ও শিশুসহ ৬ ক‌রোনায় আক্রান্ত।। লকডাউন ঘোষনা

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৭:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
  • ৭৭৪ বার পড়া হয়েছে

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : 

চুয়াডাঙ্গায় আজ (২৩/০৪/২০) বৃহস্প‌তিবার একদিনে এক সি‌নিয়ার স্টাফ নার্স ও শিশুসহ ৬ ছয়জন করােনা শনাক্ত হওয়ায় জেলাজু‌ড়ে লকডাউন ঘোষনা ক‌রে‌ গণ‌বিজ্ঞ‌প্তি জা‌রি ক‌রে‌ছেন জেলা প্রশাসক মাে . নজরুল ইসলাম সরকার। আজ বৃহস্প‌তিবার সন্ধ্যা ছয়টা থেকেই এই ঘােষণা কার্যকর হবে । করােনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মােকাবিলায় চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন ঘােষণা করা হয়েছে ব‌লে জানান জেলা প্রশাসক।

 

আজ (২৩ এপ্রলি) বৃহস্পতিবার সকা‌লে চুয়াডাঙ্গা সি‌ভিল সার্জন ‌এএসএম মারুফ হাসান এক‌দি‌নে ৬ জন ক‌রোনা আক্রান্ত রোগীর নাম প‌রিচয় প্রকাশ কর‌লে এ‌দিন দুপুরে জেলা‌কে লকডাউ‌নের এই ঘােষণা দেন জেলা প্রশাসক মাে . নজরুল ইসলাম সরকার । 

 

জেলা প্রশাসক বলেন , গত ১৬ মার্চ প্রথম একজন করােনা শনাক্ত হলে তাঁকে আইসােলেশনে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয় । সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় চুয়াডাঙ্গা জেলাকে এত দিন করােনা ঝুঁকিমুক্ত রেখেছি। কিন্তু আজ একদিনে ছয়জন করােনা শনাক্ত হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে লকডাউন ঘােষণা করতে হচ্ছে। 

 

এ বিষয়ে জেলা প্রশাসনের ঘো‌ষিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে , লকডাউন চলাকালে চুয়াডাঙ্গা জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্তগুলােতে যানবাহন এবং ‘ মানুষের চলাচল নিষিদ্ধ করা হলাে । লকডাউন চলাকা‌লিন সময় `কেউ ঢুকতে ও বের হতে পারবেন না`। তবে জরুরি পরিষেবায় নিয়ােজিত যানবাহন , যেমন, রােগীবাহী গাড়ি, ওষুধ ও পণ্যবাহী গাড়ি, কৃষিপণ্য ও নিত্য প্রয়ােজনীয় দ্রব্য পরিবহনের গা‌ড়ি লকডাউন ঘোষনার আওতামুক্ত থাক‌বে।

 

চুয়াডাঙ্গা সি‌ভিল সার্জন ঘো‌ষিত ক‌রোনা সনাক্তকা‌রি এক সি‌নিয়র স্টাফ নার্সসহ ৬ জন হ‌লো, (১) শাকিল আহমেদ ( ২২ ) পিতা – জহুরুল হক, ব‌টিয়াপাড়া, খাদিমপুর, আলমডাঙ্গা, (২) রিঙ্কি (২২) পিতা – রেজাউল হক  হুচুকপাড়া, আলুকদিয়া, সদর, চুয়াডাঙ্গ, (৩) শিল্পী (৩২ ) স্বামী – বিপুল, গােপালনগর, খাদিমপুর, আলমডাঙ্গা, (৪) সবুজ (৩০) পিতা. মতিয়ার রহমান খাদিমপুর, আলমডাঙ্গা, (৫) খায়রুল (৫) পিতা. অমিল, শিয়ালমারী, খাদিমপুর, আলমডাঙ্গা, (৬) চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লের সিনিয়র স্টাফ নার্স মেহেরুন্নেছা ( 35 ) পিতা: আনােয়ার হােসেন,  ডিঙ্গেদাহ, চুয়াডাঙ্গা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়াশার চাদরে মোড়া ডিসেম্বরের ক্যাম্পাস

চুয়াডাঙ্গায় এক‌দি‌নে এক নার্স ও শিশুসহ ৬ ক‌রোনায় আক্রান্ত।। লকডাউন ঘোষনা

আপডেট সময় : ০৮:০৭:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : 

চুয়াডাঙ্গায় আজ (২৩/০৪/২০) বৃহস্প‌তিবার একদিনে এক সি‌নিয়ার স্টাফ নার্স ও শিশুসহ ৬ ছয়জন করােনা শনাক্ত হওয়ায় জেলাজু‌ড়ে লকডাউন ঘোষনা ক‌রে‌ গণ‌বিজ্ঞ‌প্তি জা‌রি ক‌রে‌ছেন জেলা প্রশাসক মাে . নজরুল ইসলাম সরকার। আজ বৃহস্প‌তিবার সন্ধ্যা ছয়টা থেকেই এই ঘােষণা কার্যকর হবে । করােনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মােকাবিলায় চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন ঘােষণা করা হয়েছে ব‌লে জানান জেলা প্রশাসক।

 

আজ (২৩ এপ্রলি) বৃহস্পতিবার সকা‌লে চুয়াডাঙ্গা সি‌ভিল সার্জন ‌এএসএম মারুফ হাসান এক‌দি‌নে ৬ জন ক‌রোনা আক্রান্ত রোগীর নাম প‌রিচয় প্রকাশ কর‌লে এ‌দিন দুপুরে জেলা‌কে লকডাউ‌নের এই ঘােষণা দেন জেলা প্রশাসক মাে . নজরুল ইসলাম সরকার । 

 

জেলা প্রশাসক বলেন , গত ১৬ মার্চ প্রথম একজন করােনা শনাক্ত হলে তাঁকে আইসােলেশনে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয় । সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় চুয়াডাঙ্গা জেলাকে এত দিন করােনা ঝুঁকিমুক্ত রেখেছি। কিন্তু আজ একদিনে ছয়জন করােনা শনাক্ত হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে লকডাউন ঘােষণা করতে হচ্ছে। 

 

এ বিষয়ে জেলা প্রশাসনের ঘো‌ষিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে , লকডাউন চলাকালে চুয়াডাঙ্গা জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্তগুলােতে যানবাহন এবং ‘ মানুষের চলাচল নিষিদ্ধ করা হলাে । লকডাউন চলাকা‌লিন সময় `কেউ ঢুকতে ও বের হতে পারবেন না`। তবে জরুরি পরিষেবায় নিয়ােজিত যানবাহন , যেমন, রােগীবাহী গাড়ি, ওষুধ ও পণ্যবাহী গাড়ি, কৃষিপণ্য ও নিত্য প্রয়ােজনীয় দ্রব্য পরিবহনের গা‌ড়ি লকডাউন ঘোষনার আওতামুক্ত থাক‌বে।

 

চুয়াডাঙ্গা সি‌ভিল সার্জন ঘো‌ষিত ক‌রোনা সনাক্তকা‌রি এক সি‌নিয়র স্টাফ নার্সসহ ৬ জন হ‌লো, (১) শাকিল আহমেদ ( ২২ ) পিতা – জহুরুল হক, ব‌টিয়াপাড়া, খাদিমপুর, আলমডাঙ্গা, (২) রিঙ্কি (২২) পিতা – রেজাউল হক  হুচুকপাড়া, আলুকদিয়া, সদর, চুয়াডাঙ্গ, (৩) শিল্পী (৩২ ) স্বামী – বিপুল, গােপালনগর, খাদিমপুর, আলমডাঙ্গা, (৪) সবুজ (৩০) পিতা. মতিয়ার রহমান খাদিমপুর, আলমডাঙ্গা, (৫) খায়রুল (৫) পিতা. অমিল, শিয়ালমারী, খাদিমপুর, আলমডাঙ্গা, (৬) চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লের সিনিয়র স্টাফ নার্স মেহেরুন্নেছা ( 35 ) পিতা: আনােয়ার হােসেন,  ডিঙ্গেদাহ, চুয়াডাঙ্গা।