চুয়াডাঙ্গায় খেলার ছলে মাথাভাঙ্গা নদীতে লাফ : অবুঝ শিরিন ও মনিকা উদ্ধার
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মাথাভাঙ্গা নদীতে ডুবে যাওয়া দুই শিশুকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার করে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে যাওয়া দুই শিশু চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মাথাভাঙ্গা নদীর ধারে অবস্থিত মাথাভাঙ্গা আবাসিক প্রকল্পের বাসিন্দা। এরমধ্যে আবাসিক প্রকল্পের ৫ এর ৯নং বাড়ির নাসিরুল ইসলামের দেড় বছরের মেয়ে শিরিন ও তার চাচাত বোন ওই আবাসিক প্রকল্পেরই ৫ এর ১০নং বাড়ির মনিরুল ইসলামের দুই ভচলেল মেয়ে মনিকা। এ সময় প্রতিবেশিরা শিশু দু’টিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে মা-বাবার চোখের আড়ালে খেলার ছলে শিরিন ও মনিকা দুই বাড়ির পাশেই নদীর পানিতে লাফ দিয়ে নেমে পড়ে। শিশু দুটি পানিতে ডুবে যাওয়ার সময় নদীর অপর প্রান্ত থেকে কিছু লোক দেখে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে প্রকল্পের লোকজন তাদেরকে উদ্ধার করে। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সহযোগীতায় শিশু দু’টিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
























































