লামায় ট্রাক খাদে পড়ে ৩জন গুরুতর আহত !

0
17

ফরিদ উদ্দীন, লামা (বান্দরবান) প্রতিনিধি, ২৫ মার্চ ২০১৯ইং –

বান্দরবানের লামার দুর্গম পাহাড়ে ট্রাক খাদে পড়ে ৩জন গুরুতর আহত হয়েছে।গতকাল রোববার  বিকালে গজালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গাইঙ্গা খালের আগা সূতারঝিরি নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।

ফিটনেস বিহীন খালি ট্রাকটি বেপরোয়া গতিতে চালানোর কারনে এই দূর্ঘটনা ঘটে বলে জানায় প্রত্যেক্ষদর্শীরা জানায়।
ঘটনাস্থলটি উপজেলা সদর হতে প্রায় ২৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ঘটনাস্থল একেবারে দুর্গম হওয়ায় আহতদের উদ্ধার করে রাত সাড়ে ৮টায় লামা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হল, মংবাউ মার্মা (৩৪) পিতা- ধুংহ্লাঅং মার্মা, গাইঙ্গ্যা পাড়া, গজালিয়া, লামা, মীর কাসেম (৩০) পিতা- মৃত আলী হোসেন, ফাইতং, লামা ও চাঁন মিয়া (৩০), পিতা- অজ্ঞাত, খেদার বাঁন, ফাইতং ইউনিয়ন, লামা বান্দরবান। দূর্ঘটনাকবলিত ট্রাকের ড্রাইভার গাড়ি ফেলে পালিয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাকটি লামার ফাইতং ইউনিয়নের কাঠ ব্যবসায়ী শোয়াব এর ছিল। গজালিয়ার গাইঙ্গা খালের আগা সূতারঝিরি হতে কাঠ আনতে যাচ্ছিল ট্রাকটি। বেলা ৩টার দিকে সূতাঝিরি এলাকায় একটি বড় পাহাড় উঠার সময় খালি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৩শত ফুট গভীর পাহাড়ের গর্তে পড়ে যায়। প্রাণ বাঁচাতে গাড়ির শ্রমিকরা লাফিয়ে পড়ে। এসময় ৩জন শ্রমিক লাফ দিলে তারা ট্রাকের নিচে চাপা পড়ে জানা গেছে।