স্ত্রীকে কুপিয়ে হত্যার করে স্বামীর আত্মহত্যা

0
17

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার বড় বোয়ালিয়ার তুচ্ছ গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার করে স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি গতকাল বুধবার রাত ৯টার দিকে ঘটেছে। নিহতরা হলো- গুচ্ছ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ইবাদত হোসেন (৫৫) ও তার স্ত্রঅ মীরপুর থানার ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত আকসেদ আলীর মেয়ে জাহানারা খাতুন। স্থানীয়রা দাবি করেন, ইবাদত মানসিক ভারসাম্যহীনতার কারণেই এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের তুচ্ছ গ্রামের ইবাদত হোসেন তার স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে একই ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইবাদত দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলো। সে ঠিক মতো বাড়ি না থাকলেও তার সাথে পরিবারের লোকজনের গোলোযোগ বেধেই থাকতো। গতকাল বুধবার রাত ৮টার দিকে ইবাদত বাড়িতে ফিরলে তার স্ত্রী জাহানারার সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এলাকার লোকজন তাদের বাড়ি গিয়ে গোলোযোগ থামিয়ে দিলে ইবাদত ঘরের মধ্যে গিয়ে হাসুয়া দিয়ে তার স্ত্রী জাহানারাকে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করে। পরে নিজ স্ত্রীর লাশের পাশেই গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি স্থানীয়রা টের পেলে পুলিশ খবর দেয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে।
আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান আসাদ জানান, তাৎক্ষণিক হত্যাকান্ডের ঘটনা বলা যাচ্ছে না। তবে পারিবারিক কলহের জন্যই স্ত্রীকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছে।