ঝিনাইদহে মাদকব্যবসায়ীসহ ২৪ জন গ্রেফতার

0
9

নিউজ ডেস্ক:ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদকব্যবসায়ীসহ ২৪ জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলাব্যাপী মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর থেকে ৫, শৈলকুপা থেকে ৬ জন, হরিণাকুন্ডু থেকে ১, কালীগঞ্জ থেকে ৬, কোটচাঁদপুরে ২ ও মহেশপুরে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঝিনাইদহ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ রানা শেখ (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুরিশ। মঙ্গলবার রাতে শহরের পবহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা শেখ ওই এলাকার সিরাজ শেখের ছেলে। তার কাছ থেকে ১৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।