ঝিনাইদহে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

0
15

নিউজ ডেস্ক:ঝিনাইদহ শহরের কেপি বসু সড়ক থেকে ইয়াবাসহ হাসেম মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে হাসেম মন্ডলকে আটক করা হয়। সে শহরের পবহাটি এলাকার সোবহান মন্ডলের ছেলে। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) মহসীন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারে কেপি বসু সড়ক মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান তিনি। এসময় ১০ পিচ ইয়াবাসহ হাসেম মন্ডলকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।