চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় শতকন্ঠে পরিবেশন হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই ভাষণ পরিবেশন করা হয়।
বাঙালি জাতির মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য সাধারণ ও তাৎপর্যপূর্ণ দিন এই ৭ মার্চ। এই দিনই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকার চূড়ান্ত নির্দেশ দেন। তার এই ভাষণের মধ্যেই সুস্পষ্ট হয়ে যায় পাকিস্থানের শোষণ-নির্যাতন থেকে মুক্ত হতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
আর এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে চুয়াডাঙ্গায় শতকন্ঠে পরিবেশন করা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণটি দেন। স্বাধীনতার জন্য অদম্য স্পৃহা নিয়ে সংগ্রামরত মুক্তিকামী জাতির আশা আকাংখা বাস্তবায়নে বঙ্গবন্ধুর সেদিনের বজ্রকণ্ঠে উচ্চারিত ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই ভাষণটি পরিবেশন করেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকাররি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মীর শাহের আহম্মেদ মাগফার (আফফান)। এ সময় তার সাথে পুরো ভাষণে কন্ঠ মেলায় এ জেলার বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থীরা।
ভাষণ পরিবেশণ অনুষ্ঠানে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এক আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামন, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, সিভিল জার্জন ডা, খাইরুল আলম, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন, এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক ও বিভিন্ন্ সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক শিক্ষীকা, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ হাজার কন্ঠে পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, ওসি তদন্ত লুৎফুল কবির, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান, প্রকল্প কর্মকর্তা মিজানুল রহমান, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন টিপু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বালিকা বিধ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ক্ষিক আনিসুজ্জামান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেজ উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।
জীবননগর:
জীবননগরে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মতেহার হোসেন, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমার, দ্বিনেশ চন্দ্র পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকচারীগণ।
মেহেরপুর অফিস:
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.ইয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্াজামান, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী শহিদুল হক, আব্দুর রেজা, জেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, আনোয়ার হোসেন আনু, ইউপি সদস্য আক্তার হোসেন প্রমুখ।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ উপলক্ষে মেহেরপুর শিশু একাডেমির আয়োজনে এবং মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধুর ভাষণ, শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। প্রতিযোগিতা অনুষ্ঠানে মেহেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষর্থীরা অংশগ্রহন করে