দর্শনা ও বড়বলদিয়ায় বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের মাঠ ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ৬ বিজিবি। গত ১৫ ফেব্রয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯,৬০০/- (নয় হাজার ছয়শত) টাকা। এদিকে, গতকাল ১৬ ফেব্রুয়ারি শনিবার দুপুর পৌনে ৩টার দিকে দর্শনা পৌর এলাকার ত ঈশ্বরচন্দ্রপুরের মাঠ থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ৬ বিজিবি। দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এই মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৯,০০০/- (উনচল্লিশ হাজার) টাকা। উদ্ধারকৃত ২৪ বোতল ফেনসিডিল ও ২৬ বোতল মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে বলে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান স্বাক্ষরিত প্রেসজ্ঞিপ্তিতে জানানো হয়েছে।