সরোজগঞ্জ বাজারে সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রেতা লাল মোহাম্মদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার বিকালে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর জানান, সরোজগঞ্জ বাজারের সার ও কীটনাশক বিক্রেতা লাল মোহাম্মদের দোকানে অভিযান চালিয়ে ৫শ’ প্যাকেট গ্রোজিঙ্ক সার, ৪শ’ প্যাকেট স্পেশাল বাম্পার মনোজিঙ্ক, ৫৫ প্যাকেট কৃষাণ জি জিঙ্ক, ১১৬ প্যাকেট এমেরিকান জিঙ্ক মনো সার, ১৫০ প্যাকেট সুফলা হেক্টা জিঙ্ক, ১শ’ প্যাকেট রিয়েল সাদা জিঙ্ক ও ১৫ লিটার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। জব্দ করা সব সারই নকল। নকল সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক মাটিতে পুতে বিনস্ট করা হয়। নকল সারের ব্যবসায়ী লাল মোহাম্মদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, মাননীয় কৃষি মন্ত্রীর নির্দেশে সদর উপজেলায় এ অভিযান শুরু করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অসাধু সার কীটনাশক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।