শতাধিক মোটরসাইকেলের নামে মামলা : আটক-৩২
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের দিনব্যাপী পৃথক পৃথক ৩টি স্থানে মোটরযানের ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দামুড়হুদার কার্পাসডাঙ্গা, দর্শনা ও জীবননগরে এ অভিযান পরিচালিত হয়। এ পৃথক ৩টি অভিযানে শতাধিক মোটরযানের বিরুদ্ধে মামলা ও ৩২টি মোটরসাইকেল আটক করা হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই মাহবুব কবির, টিআই আহসান হাবিব ও টিআই শাহবুদ্দিনের নেতৃত্বে টিএসআই প্রদীপ সরকার, সার্জেন্ট মৃতত্যুঞ্জয়সহ সঙ্গীয় ট্রাফিক ও থানা পুলিশ সদস্যদের সাথে নিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রথম অভিযানটি পরিচালিত হয় দামুড়হুদার কার্পাসডাঙ্গায়। এরপর দ্বিতীয় অভিযান পরিচালিত হয় জীবননগরে এবং সর্বশেষ অভিযানটি পরিচালিত হয় দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড়ে। এ পৃথক তিনটি মোটরযান চেকিং অভিযানে শতাধিক মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করাসহ ৩২টি মোটরসাইকেল আটক করা হয়। এরমধ্যে দর্শনা বাসস্ট্যান্ডের অভিযানে ২০টির বিরুদ্ধে মামলা ও ৫টি গাড়ী আটক করা হয়। কার্পাসডাঙ্গায় ১১টি ও জীবননগর থেকে ১৭টি গাড়ী আটক করা হয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে আরো জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১শ’ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হলেও অন্যরা তাদের ব্যবহৃত মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র (রেজিষ্ট্রেশনবিহীন) দেখাতে ব্যার্থ হওয়ায় সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ আটক করা হয়।