নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ ধানের শীষের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। ভয়-ভীতি দেখিয়ে কোন লাভ নেই। তরুণ সমাজ সকল অন্যায় প্রতিহত করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। ৩০ ডিসেম্বর ধানের শীষের পক্ষে নিরব ব্যালটে রায় দিয়ে বিজয় নিশ্চিত করবে।’ গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলাধীন ভাংবাড়িয়ায় এক পথসভায় সর্বস্তরের জনতার উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। সকলের উদ্দেশ্যে শরীফুজ্জামান আরও বলেন, ‘আপনারা ধানের শীষের সঙ্গে থাকুন, দেশের শান্তি, উন্নয়ন ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুন।’ সকল হুমকি-ধামকি, ভয়-ভীতি পেছনে ফেলে, ঐক্যবদ্ধ হয়ে ৩০ ডিসেম্বর বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনগণের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান তিনি। এদিন বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার ভালাইপুর মোড়, চিৎলা মোড়, নান্দবার, আসমানখালী, সাহেবপুর মোড়ে দিনভর গণসংযোগ করেন বিএনপি প্রার্থী শরীফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, মুজিবুল হক মালিক মজু, সরদার আলী হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, হাফিজ উদ্দীন হাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, চিৎলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলী, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, মহসিন মেম্বার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহম্মেদ শিপলব, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান উজ্জলসহ আরও অনেকে।