ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা ডাক্তারের একটি প্রেসক্রিপশন ফেসবুকে
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ফেসবুকে একটি প্রেসক্রিপশন ভাইরাল হয়েছে। ঝিনাইদহ উজির আলী স্কুলে ভোটারদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা ডাক্তারের এই প্রেসক্রিপশনে নৌকার প্রার্থী পক্ষে এই অভিনব প্রচারণা চালানো হচ্ছে। রোগীর প্রেসক্রিপশনে নৌকা প্রতীক ছবি ব্যবহার করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় নামা ওই চিকিৎসকের নাম কাশমিম সুজন। প্রেসক্রিপশনের নিচে তিনি লিখেছেন-“শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন। তাহ্জীব আলম সিদ্দিকী (সমি) ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন। সার্বিক সহযোগিতায়-ডা. কাশমিম সুজন।” ঝিনাইদ ২ আসনের নৌকার প্রার্থীর পক্ষে প্রেসক্রিপশনে সরাসরি এমন রাজনৈতিক প্রচারণায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রলীগ সভাপতি শাকিল শুভ এ প্রেসক্রিপশনটি প্রথম ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘ধন্যবাদ ডা. কাশমিম সুজন। এভাবেই চিকিৎসক সমাজকে নৌকার প্রচারণা করতে এগিয়ে আসা উচিত। আপনার ব্যতিক্রমী উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ।’ ফেসবুকে পোস্ট দেয়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রলীগ সভাপতি শাকিল শুভর কাছে ডা. কাশমিম সুজন সম্পর্কে জানতে চাইলে তিনিও তার সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। তিনি জানান, এলাকার একজন তাকে ওই ছবিটি পাঠিয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে ডা. কাশমিম সুজনকে ফোন করা হলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এটা বিজয় দিবস উপলক্ষে করা। এটি আওয়ামী লীগের প্রচারণার জন্য ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রেসক্রিপশন বলে জানান তিনি। তিনি কোন মেডিকেল থেকে পড়াশোনা করেছেন জানতে চাইলে বলেন, সামনে আসুন বিস্তারিত জানাবো। প্রসঙ্গত, ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী (সমি)-বর্তমান সংসদ সদস্য। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন তিনি। এবারো তিনি নৌকার টিকেট পেয়েছেন। নৌকার প্রার্থীরা এ ভাবে নির্বাচনী আইন অমান্য করে প্রচারণা চালালেও অবরুদ্ধ হয়ে আছেন ঝিনাইদহ-২ আসনে বিএনপির প্রার্থী এড আব্দুল মজিদ। তিনি এটিকে নির্বাচনী বিধি ভঙ্গ, অন্যায় ও জেলার প্রশাসনিক দপ্তরগুলোর নির্লজ্জ দলীয় করণের ফল বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ সব করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না।
শুক্রবার
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ