নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাফিজ মিয়া নান্দাইল – হোসেনপুর রাস্তার উপরে আচারগাঁও দক্ষিণ পাড়া মেম্বারে বাড়ির পিছনের রাস্তা হতে প্রায় অর্ধ লক্ষ টাকা মূল্যের ২টি সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের মোঃ আসাদ ভূইঁয়া নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গাছ কেটে নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোসাদ্কে মেহদী ইমাম জানান, গাছ কাটার লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করার জন্য নান্দাইল উপজেলা বন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য উক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে ইতি পূর্বেও গাছ কাটার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার
১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ