নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ার এরশাদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (১৫), ঠান্ডু মিয়ার ছেলে তুহিন (১৮), আমজেদের ছেলে ইমন (১৬) এবং জয়রামপুর ডাক্তারপাড়ার গাফ্ফারের ছেলে রিদয় (১৩), আলমডাঙ্গার কুমারি গ্রামের হঠাৎ পাড়ার শাহাদাৎ হোসেনের ছেলে আলিম (২৫), পান্না সিনেমা হলপাড়ার মৃত আমির হোসেনের ছেলে স্বপন (২৮) এবং আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়ন আঁঠারো খেদা গ্রামের মুনসুর আলীর ছেলে আব্দুল (৫৫)।
জানা যায়, গতকাল বুধবার বিকাল ৩টার দিকে দামুড়হুদা কাঁঠালতলা নামক স্থানে ইজিবাইক ও পাওয়ারট্রিলারের মুখোমুখি সংঘর্ষে একই গাড়িতে থাকা জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ার আবুল কালাম আজাদ, তুহিন, ইমন, হৃদয় এই ৪ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি নামক স্থানে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে একটি ইজিবাইক গাছের সাথে ধাক্কা মারলে ইজিবাইকে থাকা দুই যাত্রী স্বপন ও আলীম আহত হয়। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। অপরদিকে, গতকাল রাত ৮টার দিকে দাুমড়হুদা মুক্তারপুরের মোল্লা বাজারে দুই মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।





















































