স্টাফ করেসপন্ডেন্ট, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে ৩৬ পিস ইয়াবা বড়িসহ তাসলিমা বেগম (৩৭)নামের এক নারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার ভোরে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া প্রামানিক পাড়ার থেকে তাকে আটক করা হয়। আটক তাসলিমা বেগম তৈবুর রহমানের স্ত্রী। ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল শনিবার ভোরে আড়পাড়া প্রামানিক পাড়ায় লিটন হোসেনের বাড়ির ভাড়াটিয়া তৈবুর রহমানের রুমে অভিযান চালানো হয়। এ সময় ৩৬ পিস ইয়াবা বড়িসহ তৈবুর রহমানের স্ত্রী তাসলিমা বেগমকে আটক করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ