স্টাফ করেসপন্ডেন্ট, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ২’শ ৬৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে বাস টার্মিনালের বৃষ্টি হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতা হলো-মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালি মন্ডা গ্রামের রোকন মন্ডলের ছেলে সাকিব হোসেন (১৮) ও একই গ্রামের নায়েব আলীর ছেলে রিপন হোসেন (১৯)। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ থেকে মাদক ব্যবসায়ী ঢাকায় ফেন্সিডিল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই জাহাঙ্গীর আলম, এ এস আই জুবায়ের লস্কর, আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২’শ ৬৪ বোতল ফেন্সিডিলসহ ওই ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
শুক্রবার
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ