দামুড়হুদার কার্পাসডাঙ্গায় থানা পুলিশের বিশেষ অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এলাকার শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজসহ একাধিক মামলার আসামী আশাদুলকে (৪৫) দেশীয় শুটারগান ও দুই রাউন্ড কারতুজসহ আটক করেছে। আটককৃত আশাদুল কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার মÐলের ছেলে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ কার্পাসডাঙ্গা মিশনপাড়ার ইটভাটার নিকট থেকে তাকে আটক করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা মিশনপাড়ার ইটভাটার নিকট অভিযান চালায়। এসময় কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার মÐলের ছেলে তালিকাভ‚ক্ত অস্ত্রধারী অপহরণকারী, চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী আশাদুল হককে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি শুটারগান ও দুই রাউÐ কারতুজ উদ্ধার করে।
তিনি আরো জানান, আশাদুলের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একাধিক চাঁদাবাজী ও অপহরণ মামলা রয়েছে। এঘটনায় দামুড়হুদা মডেল থানায় আশাদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার আশাদুলকে চুয়াডাঙ্গার দামুড়হুদা আদালতে সোপর্দ করা হবে। এদিকে, আশাদুলের আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ