স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে পুলিশের অভিযানে ১ জামায়াত ১ শিবিরসহ ৬৬ জন গ্রেফতার, বোমা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলা ব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সদর থানা থেকে ৩০, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৪, কালীগঞ্জ থেকে ৫, কোটচাঁদপুরে ১ জামায়াতসহ ৬ ও মহেশপুরে ১ শিবিরসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সদরের কেশবপুর থেকে নাশকতার পরিকল্পনা করার সময় কোরবান আলীর কাছ থেকে ৬টি হাতবোমা উদ্ধার করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শুক্রবার
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ