নিউজ ডেস্ক :চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা থেকে অপহরণ হওয়া দু’’সন্তানের জননী স্কুলছাত্রী দামুড়হুদা থেকে উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে দামুড়হুদার হেমায়েতপুর থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে। স্কুলছাত্রী চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে। এ ঘটনায় স্কুলছাত্রী মা বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে।
মামলার বিবরনে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর স্কুলছাত্রী বান্ধবীর বাড়ি যাওয়ার পথে অপহরনের শিকার হয়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে ওই দিনই স্কুলছাত্রী মা বাদি হয়ে দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের আশা ময়রার ছেলে হাসানের (২৫) নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি একটি মামলা দায়ের করেন। পরে সদর থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যেমে গতকাল ভোররাতে দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা তালতলা থেকে দু’সন্তানের জননী স্কুলছাত্রী অপহরনের শিকার হয়। ওই দিনই স্কুলছাত্রীর মা বাদি হয়ে একটি মামলা দায়ের করে চুয়াডাঙ্গা সদর থানায়। গতকাল ভোররাতে দামুড়হুদা হেমায়েতপুর অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। পুলিশ আরো জানান, অভিযুক্ত হাসান পলাতক রয়েছে। তবে শিঘ্রই তাকে গ্রেফতার করতে সক্ষম হবো। গতকাল স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানায় পুলিশ।
শুক্রবার
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ