নিউজ ডেস্ক: মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী সোনালী সেভিংস ক্রেডিট কো-অপারেটিভ লি. এ টাকা জমা রেখে টাকা আত্মসাত করার দায়ে পরিচালক হামিদুল ইসলামকে ২ বছরের সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ১ মাসের কারাদ- দিয়েছেন মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট ১ম আদালতের বিচারক মো. হাদিউজ্জামান। সাজাপ্রাপ্ত হামিদুল গাংনী উপজেলার মটমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গাংনী উপজেলার বামুন্দী হাটপাড়ার বাছের আলীর ছেলে আহসান আলী ২০১৩ সালের ১১ নভেম্বর বামুন্দী সোনালী সেভিংস ক্রেডিট কো-অপারেটিভ লি. বামুন্দী শাখায় সোনালী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি অফিসে ২ লাখ টাকা জমা রাখে। যার রশিদ নং ৭০৩। পরে টাকা তুলতে গেলে তাল বাহানা শুরু করে। ঘটনায় আহসান আলী বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে দ-বিধি ৪০৬/৪২০/৫০৬ ধারার একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩১০/১৩। মামলার মোট ৩ জন সাক্ষ্য প্রদান করে। এত আসামী হামিদুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল দেন। মামলার বাদী পক্ষে এ্যাড. রফিকুর ইসলাম, এবং আসামী পক্ষে এ্যাড. রমজান আলী কৌসুলী ছিলেন।