জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহের জিয়ানগর (চুলকনি) বাজারের শাতাধীক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। খেলা নিয়ে সংঘর্ষের জের ধরে জেলার দক্ষিনের এই বাজারটির দোকান পাট ৩ দিন ধরে বন্ধ রাখা হয়েছে। এলাকাবাসি জানান, মধুহাটী ইউনিয়নের হাজীডাঙ্গা ও গান্না ইউনিয়নের কাশিমনগর গ্রামের কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জিয়ানগর বাজারের দোকানদার ফরহাদকে হুমকী দেওয়া হয়। হুমকী পেয়ে ফরহাদ কদিন পালিয়ে থাকে। ৩ দিন আগে কাশিমনগর গ্রামের এক কিশোরকে হাজীডাঙ্গা গ্রামের লোকজন মারধর করে। এ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে তিন দিন ধরে বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কাশিমনগর গ্রামের মানুষরা অভিযোগ করেন, বাজারের বেশির ভাগ দোকান তাদের। কিন্তু হাজীডাঙ্গা গ্রামের কিছু দাঙ্গাবাজ মানুষ বাজারের মাতুব্বারী নিয়ে অযথা নাক গলাই। বাজার কমিটিঝনিাইদহরে চুলকনি বাজাররে শাতাধীক দোকান ও ব্যবসা প্রতষ্ঠিান বন্ধ
জাহদিুর রহমান তারকি, ঝনিাইদহ থকেঃে
ঝনিাইদহরে জয়িানগর (চুলকন)ি বাজাররে শাতাধীক দোকান ও ব্যবসা প্রতষ্ঠিান বন্ধ হয়ে গছে।ে খলো নয়িে সংর্ঘষরে জরে ধরে জলোর দক্ষনিরে এই বাজারটরি দোকান পাট ৩ দনি ধরে বন্ধ রাখা হয়ছে।ে এলাকাবাসি জানান, মধুহাটী ইউনয়িনরে হাজীডাঙ্গা ও গান্না ইউনয়িনরে কাশমিনগর গ্রামরে কশিোরদরে মধ্যে ফুটবল খলোকে কন্দ্রে করে মারামারি হয়। এই ঘটনাকে কন্দ্রে করে জয়িানগর বাজাররে দোকানদার ফরহাদকে হুমকী দওেয়া হয়। হুমকী পয়েে ফরহাদ কদনি পালয়িে থাক।ে ৩ দনি আগে কাশমিনগর গ্রামরে এক কশিোরকে হাজীডাঙ্গা গ্রামরে লোকজন মারধর কর।ে এ নয়িে দুই গ্রামরে মধ্যে উত্তজেনার প্রক্ষেতিে তনি দনি ধরে বাজাররে দোকানপাট বন্ধ রাখা হয়ছে।ে কাশমিনগর গ্রামরে মানুষরা অভযিোগ করনে, বাজাররে বশেরি ভাগ দোকান তাদরে। কন্তিু হাজীডাঙ্গা গ্রামরে কছিু দাঙ্গাবাজ মানুষ বাজাররে মাতুব্বারী নয়িে অযথা নাক গলাই। বাজার কমটিরি সভাপতি কাশমিনগর গ্রামরে ফজলুর রহমান জানান, বাচ্চা ছলেদেরে খলো নয়িে সৃষ্ট ঘটনার প্রক্ষেতিে ৯০টি ব্যবসা প্রতষ্ঠিান বন্ধ রয়ছে।ে তনিি বলনে, চয়োরম্যান ও গন্যমান্য ব্যক্তদিরে নয়িে সমঝোতা করার কথা রয়ছে।ে হয়তো অচরিইে সমস্যার সমাধান হব।ে বাজারগোপালপুর পুলশি ক্যাম্পরে তদন্ত র্কমর্কতা এসআই নীরব হোসনে জানান, আমি ছুটতিে ছলিাম। খবরটি আমি শুনছে।ি দ্রুত সমাধানরে উদ্যোগ নবে।
র সভাপতি কাশিমনগর গ্রামের ফজলুর রহমান জানান, বাচ্চা ছেলেদের খেলা নিয়ে সৃষ্ট ঘটনার প্রেক্ষিতে ৯০টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তিনি বলেন, চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সমঝোতা করার কথা রয়েছে। হয়তো অচিরেই সমস্যার সমাধান হবে। বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই নীরব হোসেন জানান, আমি ছুটিতে ছিলাম। খবরটি আমি শুনেছি। দ্রুত সমাধানের উদ্যোগ নেব।