মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে ছুটি দেওয়ায় ঘটনায় প্রধান শিক্ষক কাজি মতিনুল ইসলাম (তালিম) কে কারন দর্শানোর । মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন এ নোটিশ প্রদান করেন। নোটিশে ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন জানান,গত সোমবার বিকাল ৪টার সময় বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে ছুটি দেওয়ার বিষয়টি দেখতে পায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় বিদ্যালয় ছুটি দেওয়ার বিষয়ে জানতে চাইলে কোন উত্তর দিতে পারেনী প্রধান শিক্ষক। এসব ঘটনায় কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কারন দর্শনোর নোটিশের বিষয়ে জানতে প্রধান শিক্ষক কাজি মতিনুল ইসলাম (তালিম) এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল ও ম্যাসেস দিলেও কোন উত্তর পাওয়া যায়নী।
আমদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম কিবরিয়া জানান,প্রধান শিক্ষক ইচ্ছামত বিদ্যালয় চালায়। এ বিষয়ে কোন কথা বলতে চাইনা।
শুক্রবার
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ