মাসুদ রানা , মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলার যাদবপুর ব্রীজের ওপর থেকে চিহিৃত মাদক ব্যবসায়ী মাসুম (৩০) এবং আমিরুল ইসলাম নামের দুই জনকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে ডিবির এসআই মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার দক্ষিন শালিকা গ্রামের কেফায়েত হোসেনের ছেলে মাসুম হোসেন এবং হায়াত আলীর ছেলে আমিরুল ইসলাম।
ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে ডিবির একটি টিম যাদবপুর ব্রীজের কাছে অভিযান চালায়। এসময় ১০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীতে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
শুক্রবার
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ