নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের কচুরি নয়া পাড়া গ্রামে শনিবার দিবাগত মধ্যে রাতে মৃত আব্দুল হাইয়ের পুত্র (নান্দাইল উপজেলা কেন্দ্রী সমবায় সমিতি লি: এর সাবেক পরিচালক) ওয়াসিম উদ্দিনের ১ একর ২০শতাংশ পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করলে রোববার সকালে পুকুরের বিভিন্ন প্রজাতির হাজার হাজার মাছ মরে ভেসে উঠে। এছাড়া প্রচুর মাছ আধাঁ মরা অবস্থায় পানিতে ভাসঁতে থাকে। এতে করে প্রায় ৮লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। এ সময় মোঃ ওয়াসিম উদ্দিন জানান, উক্ত পুকুরে ৪লাখ টাকার মাছের খাদ্য ব্যবহার করা হয়েছে। কে বা কারা তাঁর এত বড় ক্ষতি করল তা তিনি ভেবে পাচ্ছে না। সকাল থেকে শত শত মানুষ পুকুরের পাড়ে ভিড় জমিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছে। বিষয়টি নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজকে অবহিত করা হয়েছে।
শুক্রবার
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ