জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ বিশেষ অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী পুল্লাত কুমার দাস (৩০)কে ইয়াবাসহ আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। এসময় তার কাছ থেকে ৪৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে কুষ্টিয়ার আলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের হরেন্দ্র দাসের ছেলে। জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রামে পুল্লাত নামের এক মাদক ব্যবসায়ী তার বাড়িতে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর স্কোয়াট কমান্ডার এএসপি গোলাম মোর্শেদের নেতৃত্বে বুধবার দুপুরে র্যাব-৬ ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী পুল্লাতের বাড়ি থেকে ৪৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় ও তাকে আটক করা হয়। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।