মঙ্গলবার | ২৭ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo মাদকের বিরুদ্ধে সোচ্চার ডিএনসি: চাঁদপুরে আলোচনা সভা ও গণভোট সচেতনতা কার্যক্রম Logo শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খালাসের সময় ১৪ কোটি টাকার রাষ্ট্রীয় তেল ঘাটতির অভিযোগে দুদকের অভিযান Logo হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের লক্ষ্য হতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে শীর্ষে পৌঁছানো-জেলা প্রশাসক, চাঁদপুর Logo সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে ৫নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Logo সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ  Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। Logo আইনের ফাঁদে দুই প্রতিষ্ঠান: চাঁদপুরে ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, অর্ধ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ক্যাসিনোয় তিন ক্রিকেটার নাসির, তাসকিন ও শফিউল: তদন্ত করবে বিসিবি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৮:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ। কালো মেঘে ছেয়ে আছে বাংলাদেশের ক্রিকেট আকাশ।
টেস্ট সিরিজের ব্যর্থতা মেনে নিলেও ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে হতাশ ক্রিকেটপ্রেমীরা। ১০ উইকেট, ১০৪ ও ২০০ রানের হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মাস চারেক আগে যে দলটি ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে, সেই মাশরাফি বাহিনীর অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছে না কোনোভাবেই। দলের পারফরম্যান্স যখন এমন, তখন নাসির হোসেন, শফিউল ইসলাম সুহাশ ও তাসকিন আহমেদের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, যদি তাদের বিপক্ষে আনীত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশনে যাবে বিসিবি। স্পষ্ট করেই বিসিবি সভাপতি জানিয়েছেন গতকাল।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৩৬৯ রানের বিপক্ষে ১৬৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। হার মানে ২০০ রানের পর্বতসমান ব্যবধানে।
হারের ধাক্কায় যখন গোটা দল মুষড়ে পড়েছে, তখন টিম ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু ও টিম ম্যানেজমেন্টের অগোচরে ক্যাসিনোতে যান তিন ক্রিকেটার নাসির, তাসকিন ও শফিউল। দলের নিয়ম রাত ১০টা পর্যন্ত হোটেলের বাইরে থাকা যায়। কিন্তু তিন ক্রিকেটার হোটেলে ফিরেছেন রাত ১০টা ৩৪ মিনিটে। তিন ক্রিকেটারের এই ক্যাসিনোতে যাওয়া এবং নির্ধারিত সময়ের পর হোটেলে ফেরায় বিব্রত বিসিবি।

গতকাল বিসিবির আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিসিবি সভাপতিসহ তার প্যানেলের সদস্যরা। জমা দেওয়ার পর বিসিবি সভাপতি বলেন, আমরা অবশ্য বিষয়টি তদন্ত করব এবং প্রমাণিত হলে তাদের বিপক্ষে অ্যাকশনে যাব।

তদন্ত করার জন্য বিসিবি অপেক্ষা করছে টিম ম্যানেজারের লিখিত অভিযোগ। টিম ম্যানেজারের লিখিত অভিযোগের পরই বিষয়টি দেখবে বিসিবি বলেন সভাপতি, টিম ম্যানেজারের লিখিত রিপোর্ট আগে আসুক। যদি একজন ক্রিকেটার হতেন, তাহলে তার বিপক্ষে কঠিন পদক্ষেপ নিতাম। যেহেতু তিন ক্রিকেটার, তাই একটু সময় নিতেই হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবারই প্রথম নয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের মাঝপথে দেশে ফেরত পাঠানো হয়েছিল আল-আমিনকে। সুতরাং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিপক্ষে বিসিবির অবস্থান সব সময়ই কঠোর ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাদকের বিরুদ্ধে সোচ্চার ডিএনসি: চাঁদপুরে আলোচনা সভা ও গণভোট সচেতনতা কার্যক্রম

ক্যাসিনোয় তিন ক্রিকেটার নাসির, তাসকিন ও শফিউল: তদন্ত করবে বিসিবি !

আপডেট সময় : ১১:৪৮:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ। কালো মেঘে ছেয়ে আছে বাংলাদেশের ক্রিকেট আকাশ।
টেস্ট সিরিজের ব্যর্থতা মেনে নিলেও ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে হতাশ ক্রিকেটপ্রেমীরা। ১০ উইকেট, ১০৪ ও ২০০ রানের হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মাস চারেক আগে যে দলটি ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে, সেই মাশরাফি বাহিনীর অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছে না কোনোভাবেই। দলের পারফরম্যান্স যখন এমন, তখন নাসির হোসেন, শফিউল ইসলাম সুহাশ ও তাসকিন আহমেদের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, যদি তাদের বিপক্ষে আনীত অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশনে যাবে বিসিবি। স্পষ্ট করেই বিসিবি সভাপতি জানিয়েছেন গতকাল।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৩৬৯ রানের বিপক্ষে ১৬৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। হার মানে ২০০ রানের পর্বতসমান ব্যবধানে।
হারের ধাক্কায় যখন গোটা দল মুষড়ে পড়েছে, তখন টিম ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু ও টিম ম্যানেজমেন্টের অগোচরে ক্যাসিনোতে যান তিন ক্রিকেটার নাসির, তাসকিন ও শফিউল। দলের নিয়ম রাত ১০টা পর্যন্ত হোটেলের বাইরে থাকা যায়। কিন্তু তিন ক্রিকেটার হোটেলে ফিরেছেন রাত ১০টা ৩৪ মিনিটে। তিন ক্রিকেটারের এই ক্যাসিনোতে যাওয়া এবং নির্ধারিত সময়ের পর হোটেলে ফেরায় বিব্রত বিসিবি।

গতকাল বিসিবির আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিসিবি সভাপতিসহ তার প্যানেলের সদস্যরা। জমা দেওয়ার পর বিসিবি সভাপতি বলেন, আমরা অবশ্য বিষয়টি তদন্ত করব এবং প্রমাণিত হলে তাদের বিপক্ষে অ্যাকশনে যাব।

তদন্ত করার জন্য বিসিবি অপেক্ষা করছে টিম ম্যানেজারের লিখিত অভিযোগ। টিম ম্যানেজারের লিখিত অভিযোগের পরই বিষয়টি দেখবে বিসিবি বলেন সভাপতি, টিম ম্যানেজারের লিখিত রিপোর্ট আগে আসুক। যদি একজন ক্রিকেটার হতেন, তাহলে তার বিপক্ষে কঠিন পদক্ষেপ নিতাম। যেহেতু তিন ক্রিকেটার, তাই একটু সময় নিতেই হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবারই প্রথম নয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের মাঝপথে দেশে ফেরত পাঠানো হয়েছিল আল-আমিনকে। সুতরাং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিপক্ষে বিসিবির অবস্থান সব সময়ই কঠোর ।