শনিবার | ২৯ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

ইবিতে শিক্ষার্থীকে হুমকির অভিযোগ, মানহানির পাল্টা অভিযোগ দায়ের সহ-সমন্বয়কের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হুমকির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক গোলাম রব্বানীর বিরুদ্ধে। তবে ওই অভিযোগকে ‘মিথ্যা অপপ্রচার’ দাবি করে মানহানির পাল্টা অভিযোগ দিয়েছেন গোলাম রব্বানী।

জানা গেছে, গত ২৬ জুলাই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী বুরহান মিয়া হোয়াটসঅ্যাপে কল দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন।

পাল্টা অভিযোগে রবিবার (২৭ জুলাই) সহ-সমন্বয়ক গোলাম রব্বানী বুরহানের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার ও মানহানি’র অভিযোগ তুলে বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন দেন।

অভিযোগপত্রে রব্বানী বলেন, “বুরহান মিয়া আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা। এতে শুধু আমার ব্যক্তিগত সম্মানই ক্ষুণ্ন হয়নি, বরং হাজারো শহীদের আদর্শে গড়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি কয়েকদিন আগে তাকে একটি ব্যক্তিগত প্রয়োজনে নিজের নাম ও নম্বর ব্যবহার করে কল দিয়েছিলাম। হুমকি দেওয়ার ইচ্ছে থাকলে নিজ পরিচয় দিয়ে ফোন করার কথা নয়। এরপর থেকে তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি। তার অভিযোগপত্রে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় করা হয়েছে।”

অন্যদিকে, বুরহান মিয়ার অভিযোগপত্রে বলা হয়, গত ২৩ জুলাই রাত ৮টা ৩ মিনিটে ০১৭৫১-৪৩৫৮১৮ নম্বর থেকে এক মিনিটের একটি ভয়েস কলের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুসারে, কলদাতা পরিচয় গোপন রেখে বলেন—“তুমি ক্যাম্পাস থেকে সরাসরি পাশ করে বের হতে পারবা না। তুমি কোথায় থাকো, কার সঙ্গে থাকো (তোমার ভাবী ও দেড় বছরের ভাতিজা)—সব আমি জানি। সাবধানে থাকো, কখন কী হয় বলা যায় না।”

বুরহান অভিযোগ করেন, অভিযুক্ত রব্বানী তাকে মিথ্যাভাবে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলেও অপপ্রচার চালিয়েছেন, যা তার ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তার প্রতি হুমকি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “আমরা উভয় পক্ষের অভিযোগপত্র হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

ইবিতে শিক্ষার্থীকে হুমকির অভিযোগ, মানহানির পাল্টা অভিযোগ দায়ের সহ-সমন্বয়কের

আপডেট সময় : ০৫:৩৯:০৮ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হুমকির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক গোলাম রব্বানীর বিরুদ্ধে। তবে ওই অভিযোগকে ‘মিথ্যা অপপ্রচার’ দাবি করে মানহানির পাল্টা অভিযোগ দিয়েছেন গোলাম রব্বানী।

জানা গেছে, গত ২৬ জুলাই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী বুরহান মিয়া হোয়াটসঅ্যাপে কল দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন।

পাল্টা অভিযোগে রবিবার (২৭ জুলাই) সহ-সমন্বয়ক গোলাম রব্বানী বুরহানের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার ও মানহানি’র অভিযোগ তুলে বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন দেন।

অভিযোগপত্রে রব্বানী বলেন, “বুরহান মিয়া আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা। এতে শুধু আমার ব্যক্তিগত সম্মানই ক্ষুণ্ন হয়নি, বরং হাজারো শহীদের আদর্শে গড়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি কয়েকদিন আগে তাকে একটি ব্যক্তিগত প্রয়োজনে নিজের নাম ও নম্বর ব্যবহার করে কল দিয়েছিলাম। হুমকি দেওয়ার ইচ্ছে থাকলে নিজ পরিচয় দিয়ে ফোন করার কথা নয়। এরপর থেকে তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি। তার অভিযোগপত্রে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় করা হয়েছে।”

অন্যদিকে, বুরহান মিয়ার অভিযোগপত্রে বলা হয়, গত ২৩ জুলাই রাত ৮টা ৩ মিনিটে ০১৭৫১-৪৩৫৮১৮ নম্বর থেকে এক মিনিটের একটি ভয়েস কলের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুসারে, কলদাতা পরিচয় গোপন রেখে বলেন—“তুমি ক্যাম্পাস থেকে সরাসরি পাশ করে বের হতে পারবা না। তুমি কোথায় থাকো, কার সঙ্গে থাকো (তোমার ভাবী ও দেড় বছরের ভাতিজা)—সব আমি জানি। সাবধানে থাকো, কখন কী হয় বলা যায় না।”

বুরহান অভিযোগ করেন, অভিযুক্ত রব্বানী তাকে মিথ্যাভাবে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলেও অপপ্রচার চালিয়েছেন, যা তার ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তার প্রতি হুমকি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “আমরা উভয় পক্ষের অভিযোগপত্র হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”