চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে মশক নিধন কর্মসূচি।
আজ রবিবার (২৭ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বাজার মোড়, কোর্ট মোড়, সিনেমা হল পাড়া, কবরী রোডসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে স্প্রে করে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার। উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা এ কে এম আব্দুস সবুর খান, টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেন এবং কনজারভেন্সি ইনসপেক্টর মো. জুবায়ের রহমান।
প্রশাসক শারমিন আক্তার বলেন, “ডেঙ্গু একটি ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা। তাই আমরা পুরো পৌর এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করছি। প্রতিটি ওয়ার্ডে যেসব এলাকায় জলাবদ্ধতা রয়েছে বা মশা বিস্তারের আশঙ্কা রয়েছে, সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, আরেকটি প্রকল্পের আওতায় ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি মাথাভাঙ্গা নদীর মতো গুরুত্বপূর্ণ জলধারাগুলোকেও পরিষ্কার রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। ড্রেনের মুখে নেট বসানোর পরিকল্পনা রয়েছে যাতে আবর্জনা নদীতে না মিশে।
শুধু পৌরসভা নয়, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রশাসক। তিনি বলেন, “জনবান্ধব পৌরসভা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। ঘরের আশপাশে আবর্জনা না ফেলে, ডাবের খোসা বা কৌটা জমে থাকা পানি অপসারণ করে, পরিবেশ পরিষ্কার রাখতে হবে।”
তিনি আরও জানান, শিগগিরই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিও শুরু হবে।
পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পৌর এলাকার যেসব স্থান ডেঙ্গু মশার প্রজননের জন্য ঝুঁকিপূর্ণ—সেসব এলাকা থেকে তথ্য পেলে দ্রুত সেখানে স্পটে স্পটে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে।
চুয়াডাঙ্গা পৌরসভার এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও সচেতনতা বাড়িয়েছে বলে জানা গেছে।






















































