শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

শরীরের জন্মদাগই ফাঁস করবে আপনার গোপন রহস্য !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনেকের শরীরেই কিন্তু এই জন্মদাগ দেখা যায়৷ অনেকেই চলতি কথায় একে জরুল বলে থাকেন৷ বংশ পরম্পরাতেও আবার এই দাগ দেখা যায়৷ কিন্তু কেন হয় এই ধরনের হালকা বাদামি বা কালো দাগ সেই বিষয়ে মানুষ বেশি মাথা না ঘামালেও, এই জন্মদাগের পিছনের রহস্য নিয়েই কিন্তু আগ্রহ সকলের৷

১৯৬০ সালে চিকিৎসক ইয়ান স্টিভনসন এ বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছিলেন বলে শোনা যায়৷ আমাদের আজকের এই প্রদিবেদনে রইলো সেই তথ্যগুলি সম্পর্কে বিস্তারিত-

১। নাকে জন্মদাগ-

এর অর্থ আপনি একজন সৃজনশীল ব্যক্তি, যার শিল্পকলার প্রতি আলাদা একটা টান রয়েছে৷

২।
কাঁধে জন্মদাগ-

বাঁ দিকের কাঁধে এই ধরনের দাগ থাকলে মনে করা হয়, ব্যক্তি আর্থিক অনটনের মধ্যে দিয়ে জীবনযাপন করবেন৷ কিন্তু ডান কাঁধে জন্মদাগ থাকলেই আবার বিপরীত অবস্থা৷ ধন-সম্পত্তিতে আপনি পরিপূর্ণ থাকবেন৷

৩। ঘাড়ের ডান দিকে জন্মদাগ-

এর অর্থ সেই ব্যক্তি এককথায় ঘরকুনো। তবে ঘরকুনোর থেকেও বলা ভালো, ওই ব্যক্তি নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং সেই সঙ্গে শান্ত স্বভাবের৷

৪। পায়ে জন্মদাগ-

মনে করা হয়, পায়ে জন্মদাগ থাকলে সেই ব্যক্তির প্রতিভা বিকশিত হয় না ঠিকঠাক, কারণ তার সিদ্ধান্ত নিতেই সময় চলে যায়৷ তাই তিনি অন্যদের থেকে পিছিয়েও পড়েন৷

৫। বুকে জন্মদাগ-

বুকের বাঁ-দিকে এই দাগ থাকাও নাকি সৌভাগ্যের প্রতীক৷ যা র এমন দাগ রয়েছে সে প্রায় সব পদক্ষেপই নাকি সফল হয়৷ আবার বুকের ডানদিকের কিছুটা নিচে এই দাগ থাকলেও কিন্তু সৌভাগ্য আপনার সঙ্গেই থাকবে বলে মনে করা হয়৷

৬। পেটে জন্মদাগ-

এই ধরনের ব্যক্তিরা নাকি স্বার্থপর গোছের হয়৷ তাই এদের থেকে একটু দূরত্ব বজায় রাখলেই মনে হয় ভালো৷

৭। হাতের আঙুলে জন্ম দাগ-

কোনও ব্যক্তির হাতে অথবা হাতের আঙুলে জন্মদাগ থাকলে তিনি নিজের কাজ নিজে করতেই ভালবাসেন। বলে মনে করা হয়৷

৮। পায়ের নিচে জন্মদাগ–

এই ধরনের ব্যক্তিরা ভ্রমণপিপাসু হন ৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

শরীরের জন্মদাগই ফাঁস করবে আপনার গোপন রহস্য !

আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

অনেকের শরীরেই কিন্তু এই জন্মদাগ দেখা যায়৷ অনেকেই চলতি কথায় একে জরুল বলে থাকেন৷ বংশ পরম্পরাতেও আবার এই দাগ দেখা যায়৷ কিন্তু কেন হয় এই ধরনের হালকা বাদামি বা কালো দাগ সেই বিষয়ে মানুষ বেশি মাথা না ঘামালেও, এই জন্মদাগের পিছনের রহস্য নিয়েই কিন্তু আগ্রহ সকলের৷

১৯৬০ সালে চিকিৎসক ইয়ান স্টিভনসন এ বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছিলেন বলে শোনা যায়৷ আমাদের আজকের এই প্রদিবেদনে রইলো সেই তথ্যগুলি সম্পর্কে বিস্তারিত-

১। নাকে জন্মদাগ-

এর অর্থ আপনি একজন সৃজনশীল ব্যক্তি, যার শিল্পকলার প্রতি আলাদা একটা টান রয়েছে৷

২।
কাঁধে জন্মদাগ-

বাঁ দিকের কাঁধে এই ধরনের দাগ থাকলে মনে করা হয়, ব্যক্তি আর্থিক অনটনের মধ্যে দিয়ে জীবনযাপন করবেন৷ কিন্তু ডান কাঁধে জন্মদাগ থাকলেই আবার বিপরীত অবস্থা৷ ধন-সম্পত্তিতে আপনি পরিপূর্ণ থাকবেন৷

৩। ঘাড়ের ডান দিকে জন্মদাগ-

এর অর্থ সেই ব্যক্তি এককথায় ঘরকুনো। তবে ঘরকুনোর থেকেও বলা ভালো, ওই ব্যক্তি নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং সেই সঙ্গে শান্ত স্বভাবের৷

৪। পায়ে জন্মদাগ-

মনে করা হয়, পায়ে জন্মদাগ থাকলে সেই ব্যক্তির প্রতিভা বিকশিত হয় না ঠিকঠাক, কারণ তার সিদ্ধান্ত নিতেই সময় চলে যায়৷ তাই তিনি অন্যদের থেকে পিছিয়েও পড়েন৷

৫। বুকে জন্মদাগ-

বুকের বাঁ-দিকে এই দাগ থাকাও নাকি সৌভাগ্যের প্রতীক৷ যা র এমন দাগ রয়েছে সে প্রায় সব পদক্ষেপই নাকি সফল হয়৷ আবার বুকের ডানদিকের কিছুটা নিচে এই দাগ থাকলেও কিন্তু সৌভাগ্য আপনার সঙ্গেই থাকবে বলে মনে করা হয়৷

৬। পেটে জন্মদাগ-

এই ধরনের ব্যক্তিরা নাকি স্বার্থপর গোছের হয়৷ তাই এদের থেকে একটু দূরত্ব বজায় রাখলেই মনে হয় ভালো৷

৭। হাতের আঙুলে জন্ম দাগ-

কোনও ব্যক্তির হাতে অথবা হাতের আঙুলে জন্মদাগ থাকলে তিনি নিজের কাজ নিজে করতেই ভালবাসেন। বলে মনে করা হয়৷

৮। পায়ের নিচে জন্মদাগ–

এই ধরনের ব্যক্তিরা ভ্রমণপিপাসু হন ৷