চীন সীমান্তে এয়ারক্রাফট-মিসাইল সাজাতে ভারতের হ্যাংগার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৪:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতে গত কয়েক বছর ধরে সরকারের অনুমোদনের জন্য আটকে ছিল সীমান্তে হ্যাংগার তৈরির কাজ। অবশেষে দেশটির কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলেছে।
ভারতের উত্তর-পূর্বে চীন সীমান্তে তৈরি হবে এয়ারফোর্সের এয়ারক্রাফটের হ্যাংগার।

ডিআরডিও এই হ্যাংগার তৈরি করেছে। এই হ্যাংগার তৈরির জন্য ৭৫০ মিলিয়ন ডলার খরচ হবে। সরকার ইতিমধ্যেই ১৫০ মিলিয়ন ডলার দিয়েছে। এই হ্যাংগারে এয়ারক্রাফটের সঙ্গে থাকবে মিসাইল ও ২০০০ পাউন্ড বোমা।

লেহ-লাদাখ নিয়ে তৈরি হবে এই হ্যাংগার। এছাড়া ওই হ্যাংগারের মধ্যেই পড়বে তুতিং, মেচুকা, আলং, পাসিঘাট, বিজয়নগর, জিরোর মত এলাকাও। Su-30MKI এয়ারক্রাফট রাখার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে একাধিকবার।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীন সীমান্তে এয়ারক্রাফট-মিসাইল সাজাতে ভারতের হ্যাংগার !

আপডেট সময় : ১১:২৪:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতে গত কয়েক বছর ধরে সরকারের অনুমোদনের জন্য আটকে ছিল সীমান্তে হ্যাংগার তৈরির কাজ। অবশেষে দেশটির কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলেছে।
ভারতের উত্তর-পূর্বে চীন সীমান্তে তৈরি হবে এয়ারফোর্সের এয়ারক্রাফটের হ্যাংগার।

ডিআরডিও এই হ্যাংগার তৈরি করেছে। এই হ্যাংগার তৈরির জন্য ৭৫০ মিলিয়ন ডলার খরচ হবে। সরকার ইতিমধ্যেই ১৫০ মিলিয়ন ডলার দিয়েছে। এই হ্যাংগারে এয়ারক্রাফটের সঙ্গে থাকবে মিসাইল ও ২০০০ পাউন্ড বোমা।

লেহ-লাদাখ নিয়ে তৈরি হবে এই হ্যাংগার। এছাড়া ওই হ্যাংগারের মধ্যেই পড়বে তুতিং, মেচুকা, আলং, পাসিঘাট, বিজয়নগর, জিরোর মত এলাকাও। Su-30MKI এয়ারক্রাফট রাখার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে একাধিকবার।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন