শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা Logo নারী শিক্ষার্থীদের কটুক্তির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন  Logo তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ Logo জাবির হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মানহানি, ছাত্রদলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ Logo স্বাস্থ্যসেবা বঞ্চিত কয়রার জনগণ, নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  Logo জবির দু’টি হলের কাজ আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর Logo সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে আমাদের নিয়োগের কাজ হচ্ছে: রাবি উপাচার্য Logo পলাশবাড়ীতে ভিডব্লিউবি তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ। Logo সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ গ্রেপ্তার-৩ Logo সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় কলেজ ছাত্র কারাগারে

আঁচিল দেখতে অস্বাভাবিক হলে সতর্ক হওয়া জরুরি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৫:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রতিবছর প্রায় এক লাখ মানুষ ত্বকের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আঁচিল দেখতে অস্বাভাবিক রকমের হলেই সতর্ক হওয়া জরুরি।
শুরুতেই চিহ্নিত হলে তার চিকিৎসা পদ্ধতিও সহজ। কিন্তু দেরি হলে পরে আর কোন উপায় থাকে না।

মেলানোমা নামক ত্বকের ক্যানসারে প্রতিবছর প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন ইংল্যান্ডের বিশেষজ্ঞরা।

ভাল-খারাপ আঁচিল চেনার উপায়
১. আঁচিল অসম আকৃতির হলে, এবং অর্ধেকটা একরকম এবং অপর অর্ধেকটা অন্যরকম হলে সতর্ক হওয়া জরুরি।

২. আঁচিলগুলির বহির্ভাগ অসম হলে, ছুঁচলো অংশ থাকলে কিংবা তা খুব খারাপ অবস্থায় থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৩. আঁচিলের বিভিন্ন অংশের রং বিভিন্ন রকমের হলে, অর্থাৎ কোন অংশের রং খয়েরি কিংবা কোনও অংশের রং কালো হলে সতর্ক হওয়া জরুরি।

৪. আঁচিলের আকৃতি যদি সাত মিমির বেশি হয় তাহলে চিকিৎসেকর পরামর্শ নিন।

৫. আঁচিলের আকার, আকৃতি কিংবা রং-এর পরিবর্তন হলে সতর্ক হওয়া জরুরি।

ত্বকের ক্যানসার থেকে বাঁচারও উপায় আছে-

১. প্রখর রোদ থেকে দূরে থাকতে গেলে সেডের নিচে থাকতে হবে কিংবা ছাতা ব্যবহার করতে হবে।

২. প্রখর রোদে ফুল জামা-কাপড় পরে বেরনোই ভাল।

৩. সানস্ক্রিন ব্যবহারের পাশাপাশি, সানল্যাম্প ও সানবেড এড়িয়ে যাওয়াই ভাল তবে সবচেয়ে ভাল উপায় হল, সন্দেহ হলেই চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নেওয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা

আঁচিল দেখতে অস্বাভাবিক হলে সতর্ক হওয়া জরুরি !

আপডেট সময় : ১১:৪৫:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

প্রতিবছর প্রায় এক লাখ মানুষ ত্বকের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আঁচিল দেখতে অস্বাভাবিক রকমের হলেই সতর্ক হওয়া জরুরি।
শুরুতেই চিহ্নিত হলে তার চিকিৎসা পদ্ধতিও সহজ। কিন্তু দেরি হলে পরে আর কোন উপায় থাকে না।

মেলানোমা নামক ত্বকের ক্যানসারে প্রতিবছর প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন ইংল্যান্ডের বিশেষজ্ঞরা।

ভাল-খারাপ আঁচিল চেনার উপায়
১. আঁচিল অসম আকৃতির হলে, এবং অর্ধেকটা একরকম এবং অপর অর্ধেকটা অন্যরকম হলে সতর্ক হওয়া জরুরি।

২. আঁচিলগুলির বহির্ভাগ অসম হলে, ছুঁচলো অংশ থাকলে কিংবা তা খুব খারাপ অবস্থায় থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৩. আঁচিলের বিভিন্ন অংশের রং বিভিন্ন রকমের হলে, অর্থাৎ কোন অংশের রং খয়েরি কিংবা কোনও অংশের রং কালো হলে সতর্ক হওয়া জরুরি।

৪. আঁচিলের আকৃতি যদি সাত মিমির বেশি হয় তাহলে চিকিৎসেকর পরামর্শ নিন।

৫. আঁচিলের আকার, আকৃতি কিংবা রং-এর পরিবর্তন হলে সতর্ক হওয়া জরুরি।

ত্বকের ক্যানসার থেকে বাঁচারও উপায় আছে-

১. প্রখর রোদ থেকে দূরে থাকতে গেলে সেডের নিচে থাকতে হবে কিংবা ছাতা ব্যবহার করতে হবে।

২. প্রখর রোদে ফুল জামা-কাপড় পরে বেরনোই ভাল।

৩. সানস্ক্রিন ব্যবহারের পাশাপাশি, সানল্যাম্প ও সানবেড এড়িয়ে যাওয়াই ভাল তবে সবচেয়ে ভাল উপায় হল, সন্দেহ হলেই চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নেওয়া।