অবিশ্বাস্য! জিভ দিয়ে চোখ জীবাণু মুক্ত করেন এই বৃদ্ধা (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৮:০৮ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হাভা সেলেবিক আকা ওরফে নানা হাভা, একজন চর্মসার অশীতিপর বৃদ্ধা। বিশেষত্বহীন চেহারার মানুষটিকে দেখলে বোঝার উপায় নেই কোন বিরল গুণের অধিকারী ইনি।

বসনিয়ার বাসিন্দা হাভা এ পর্যন্ত ৫০০০ জন মানুষকে নিষ্কৃতি দিয়েছেন এক বিশেষ শারীরিক অস্বাচ্ছন্দ্য থেকে। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার টাকার মতো পারিশ্রমিকও নেন তিনি। কিন্তু করেনটা কী? সেটাই এক আশ্চর্য আখ্যান।

চোখে ধুলোবালি, ময়লা যা-ই পড়ুক না কেন, চেটে সাফ করে দেন তিনি। হ্যাঁ, এমনই অদ্ভুত এক ক্ষমতা রয়েছে তাঁর। সিসা, লোহা, কাঠকয়লা যে কোনও কিছুকেই চোখ থেকে টেনে বের করে আনতে পারেন তিনি! এমনকি, কাচের টুকরোও। তবে তার আগে নিজের জিভকে অ্যালকোহলের সাহায্যে জীবাণুমুক্ত করে নেন তিনি।

চোখ মানব শরীরের এক অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। চোখে কোনও কিছু পড়লে সেটাকে এত সহজে বের করে দেওয়া, এমন কথা শুনেছেন কি আগে? বৃদ্ধার দাবি, এমন গুণ আর কারও নেই। যতক্ষণ না আরও কারওর মধ্যে এমন আশ্চর্য ক্ষমতার কথা শোনা যাচ্চে, ততক্ষণ তাঁর কথা মেনে নেওয়া ছাড়া আর উপায়ও নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবিশ্বাস্য! জিভ দিয়ে চোখ জীবাণু মুক্ত করেন এই বৃদ্ধা (ভিডিও)

আপডেট সময় : ১২:১৮:০৮ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

হাভা সেলেবিক আকা ওরফে নানা হাভা, একজন চর্মসার অশীতিপর বৃদ্ধা। বিশেষত্বহীন চেহারার মানুষটিকে দেখলে বোঝার উপায় নেই কোন বিরল গুণের অধিকারী ইনি।

বসনিয়ার বাসিন্দা হাভা এ পর্যন্ত ৫০০০ জন মানুষকে নিষ্কৃতি দিয়েছেন এক বিশেষ শারীরিক অস্বাচ্ছন্দ্য থেকে। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার টাকার মতো পারিশ্রমিকও নেন তিনি। কিন্তু করেনটা কী? সেটাই এক আশ্চর্য আখ্যান।

চোখে ধুলোবালি, ময়লা যা-ই পড়ুক না কেন, চেটে সাফ করে দেন তিনি। হ্যাঁ, এমনই অদ্ভুত এক ক্ষমতা রয়েছে তাঁর। সিসা, লোহা, কাঠকয়লা যে কোনও কিছুকেই চোখ থেকে টেনে বের করে আনতে পারেন তিনি! এমনকি, কাচের টুকরোও। তবে তার আগে নিজের জিভকে অ্যালকোহলের সাহায্যে জীবাণুমুক্ত করে নেন তিনি।

চোখ মানব শরীরের এক অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। চোখে কোনও কিছু পড়লে সেটাকে এত সহজে বের করে দেওয়া, এমন কথা শুনেছেন কি আগে? বৃদ্ধার দাবি, এমন গুণ আর কারও নেই। যতক্ষণ না আরও কারওর মধ্যে এমন আশ্চর্য ক্ষমতার কথা শোনা যাচ্চে, ততক্ষণ তাঁর কথা মেনে নেওয়া ছাড়া আর উপায়ও নেই।